মঙ্গলবার ● ১৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই নদীর দুইটি পয়েন্টে ৫০-৩০ সে.মি উপরে পানি প্রবাহিত হচ্ছে
আত্রাই নদীর দুইটি পয়েন্টে ৫০-৩০ সে.মি উপরে পানি প্রবাহিত হচ্ছে
নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর আত্রাই নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বিভিন্ন পয়েন্টে । আজ মঙ্গলবার ১৬ জুলাই সকাল সাড়ে ১০টায় নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল সাড়ে ১০টায় আত্রাই নদীর পানি নওগাঁর মান্দা উপজেলার জোত বাজার পয়েন্টে ৫০ সেন্টি মিটার ও শিমুলতলী পয়েন্টে ৩০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহীত হচ্ছে। রাতে বৃষ্টি হওয়ায় আর উজান থেকে নেমে আসা ঢল অব্যাহত থাকলে পানির উচ্চতা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তবে এখনও কোন এলকা প্লাবিত হবার খবর পাওয়া যায়নি।
অন্য দিকে নওগাঁ শহরের মাঝ দিয়ে প্রবাহীত ছোট যমুনার পানি বিপদ সীমার ১ সেন্টি মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যার প্রভাব মোকাবিলায় সব ধরনের প্রস্তুস্তি আছে তাদের। মানুষজনকে আতংকিত না হবার পরামর্শ দেন জেলা প্রশাসক।