বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ট্রাকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ পরিবহণ শ্রমিকের মৃত্যু
ট্রাকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ২ পরিবহণ শ্রমিকের মৃত্যু
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের উপরে থাকা দুই পরিবহন শ্রমিক বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে৷ এতে চালকও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে আহত হয়েছেন৷
১৩ জানুয়ারি বুধবার সকালে কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহতরা হলেন- ট্রাকের সহযোগী মো. উজ্জ্বল মিয়া (৩২) ও মো. মাসুম মিয়া (৩৫)৷ তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে৷
এলাকাবাসী জানায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সিপি বাংলাদেশ লিমিটেড কারখানা থেকে মালামাল নেয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল৷ পথে মহাসড়কের পাশে পল্লী বিদ্যুতের একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের উপরে থাকা সহযোগী উজ্জ্বল মিয়া জড়িয়ে যায়৷ এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়াও বিদ্যুতায়িত হয়ে পড়েন৷ এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়৷ এ ঘটনায় চালকও আহত হয়েছেন৷ তার নাম পাওয়া যায়নি৷ স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন৷
কালিয়াকৈর থানার উপপরিদর্শক মো. হাসান জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানা রয়েছে৷ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ওই কারখানা থেকে মালামাল নেয়ার জন্য একটি ট্রাক কারখানার দিকে যাচ্ছিল৷ যাওয়ার পথে পল্লীবিদ্যুত্ এর একটি ঝুলন্ত তারের সঙ্গে ট্রাকের সহযোগী উজ্জ্বল মিয়া জড়িয়ে পড়েন৷ এ সময়ে তাকে উদ্ধার করতে ট্রাকের অপর সহযোগী মাসুম মিয়া এগিয়ে গেলে তিনিও বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে পড়েন৷ এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়৷
এছাড়া ঘটনার সময় ট্রাকের মধ্যে আগুন ধরে গেলে ট্রাকের চালক গুরুতর আহত হন৷ তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করে থানায় গিয়ে গেছেন৷
কালিয়াকৈর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার অপূর্ব বল বিষয়টি নিশ্চিত করে জানান, কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সিপি ফিড বাংলাদেশ লিমিটেডের মালামাল আনতে একটি ট্রাক কারখানার ভেতর ঢুকছিল৷
এ সময় উপরে ঝুলে থাকা বৈদ্যুতিক তারে ট্রাকের উপরে থাকা শ্রমিক উজ্জল ও মাসুম জড়িয়ে যান৷ এতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ দু’টি উদ্ধার করে কালিয়াকৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানান অপূর্ব বল৷