বুধবার ● ১৭ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কাপ্তাই হ্রদে সতর্কতা জারি
কাপ্তাই হ্রদে সতর্কতা জারি
রাউজান (উত্তর) প্রতিনিধি :: আজ বুধবার ১৭ জুলাই সকাল থেকে কাপ্তাই হ্রদের বাঁধ রক্ষার স্পীলওয়ের ১৬টি গেইট দেড় ফুট খুলে দেয়া হয়েছে। এখন পানি নামছে ২৭ হাজার কিউসেক গতিতে।
হ্রদে এখন পানি ১০৬.৭৮ ফুট, যা স্বাভাবিকের চেয়ে ২১ ফুট বেশী, রাঙামাটির উজান থেকে দ্রুত গতিতে পানি নামছে, যা বিপদসীমা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে । গেইট খোলার পরও কাপ্তাই হ্রদের পানি আরো বাড়তে থাকায় গেইট যেকোন সময় আরও তোলা হবে। ফলে, চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী ও পটিয়া নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। নদী চ্যানেলে তীব্র স্রোতের কারণে নৌযান, বন্দরে জাহাজ চলাচল ঝুঁকিপূর্ণ হবে। এর উপর রয়েছে চন্দ্র গ্রহণ ও ভরা পূর্ণিমার প্রভাব। কর্ণফুলী নদীর তীর, খাতুনগঞ্জ, চাক্তাই, আগ্রাবাদ বৃষ্টি ছাড়াও জোয়ারের সময় প্লাবিত হতে পারে।
সুতরাং সংশ্লিষ্টরা সাবধানতা অবলম্বন করুন। অন্যকেও অবগত করুন। কাপ্তাই জল বিদ্যুৎ ও হ্রদ কর্তৃপক্ষ এ নির্দেশনা জারী করেছে। এর আগে গত রাতে গেইট ৬ ইঞ্চি করে খোলা হয়।