বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে গ্রামীণ সড়কের বেহাল দশা
রাঙ্গাবালীতে গ্রামীণ সড়কের বেহাল দশা
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালী জেলা রাঙ্গাবালী উপজেলা চরমোন্তাজের ৯নংওয়ার্ডের(চরআন্ডা) মূল সড়কটির ।চরআন্ডাগ্রামের উত্তার মাথার খেয়া ঘাট থেকে শুরু করে হাওলাদার বাড়ি হয়ে পাকা পর্যন্ত প্রায় দের থেকে দুই কিলোমিটার এ সড়কটি, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় মাটি ধুয়েগিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে।
এলাকাবাসী জানিয়েছেন কিছু অসাধু ব্যাবসায়ীরা নিজেদের প্রয়োজনে অতিরিক্ত পানি উঠিয়ে রাখার কারনে রাস্তাটি প্রায় ৩০/৪০ফুট রাস্তাটি ভেঙ্গে যায় তাই ভোগান্তিতে ইস্কুল পড়ুয়া শিক্ষার্থী সহ এলাকার সহস্রাধিক লোক৷ রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে না পারায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তাই দ্রুত এ সড়কটি মেরামত ও অসাধু ঘেড় ব্যাবসায়ীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা ৷
চরমোন্তাজ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসাইন বলেন, রাস্তাটি বেহাল অবস্থার কারনে ইস্কুল, মাদ্রাসার ছাত্র ছাত্রী ও ব্যবসায়ী এবং কৃষকদের পড়তে হয় চরম ভোগান্তিতে। একটু বৃষ্টি হলেই সড়কের মাঝখান যেন জলাশয়ে পরিণত হয়। প্রতিনিয়তই সেখানে হাঁটু পর্যন্ত পানি জমে থাকে । ফলে জনসাধারণের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করে, এরপরে আবার প্রভাবসালীদের তান্ডব তাদের কাছে জিম্মি জেন এলাকা বাসি ।
চরআন্ডা ৯ নংওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তুহিন হাওলাদার বলেন, রাস্তাটি বেহাল অল্প দিনের নয়। প্রায় দুই তিন বছর ধরেই বেহাল এটি। সামান্য বর্ষা হলেই রাস্তাটি খালে পরিণত হয়। স্কুল-মাদ্রাসাগামী ছাত্রছাত্রীরা ঠিকভাবে স্কুলে যেতে পারে না। বিশেষ করে এখানে একটি প্রাইমারী স্কুল আছে, যেখানে কোমলমতি শিশুরা লেখাপড়া করছে । চলছে বর্ষা মৌসুম রাস্তাটি দ্রুত সংস্কার করন ও প্রভাবশালী দের কালো থাবা না ফেরালে দুর্ভোগের শেষ থাকবে না ভুক্তভোগীদের ।এলাকা বাসি বলেন ইতি পূর্বে বিষয়টি এমপি মহদয়কে অবহিত করেছি সে আমাদেরকে রাস্তাটি সংস্কার করার প্রতিস্রুতি দিলেও স্থানিয় নেতা কর্মীদের অবহেলায় এর কোন ফল পাওয়া যায়নি । এখানে পেজ অথবা কার্পেটিং সড়ক অত্যন্ত প্রয়োজন। সড়কটির কাজ হলে ইস্কুল, মাদ্রাসার শিক্ষার্থী সহ কয়েক হাজার মানুষের দূর্ভোগ পোহাতে হবে।