বৃহস্পতিবার ● ১৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির
স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির
রাজশাহী প্রতিনিধি :: স্ত্রীকে জবাই করে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছে রাজশাহীর একটি আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক ও এইচ এম ইলিয়াস হোসাইন এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীর নাম আয়নাল হক (৩০)। সে পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের একরাম আলীর ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবদুস সালাম বলেন, এ মামলার একমাত্র আসামী আয়নাল হককে ফাঁসির আদেশ দেয়া ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। রায় ঘোষণার সময় আয়নাল হক আদালতে উপস্থিত ছিলেন। এ মামলায় ২০ জনের স্বাক্ষী গ্রহনের পর রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।
আইনজীবী আবদুস সালাম জানান, পবা উপজেলার বায়া ভোলাবাড়ি গ্রামের আয়নাল হক ২০১৬ সালের ১৭ এপ্রিল সকালে তার স্ত্রী সাফিয়া খাতুন বুলবুলিকে (২৫) বাড়ির সামনে প্রকাশ্যে জবাই করে হত্যা করে। পরে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশে দেয়।
এ ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের শাহমুখদুম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বুলবুলির বাবা জয়নাল আলী। পবা উপজেলার মদনহাটি গ্রামে জয়নালের বাড়ি।
দুর্গাপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন
রাজশাহী :: ‘মৎস্য চাষে গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ ও ‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুশীল অর্থনীতির অগ্রগতি’ এই প্রতিবাদ্য নিয়ে গতকাল বুধবার বেলা ১১ টার দিকে দুর্গাপুর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তার কার্যালয় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, আগামী ৭ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ব্যানার ফেস্টুন সহ র্যালী, পোনা অবমুক্তকরণ, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষ বিষয়ে বির্তক প্রতিযোগিতা ও হাট বাজারে মৎস্য চাষে উদ্বুদ্ধকরণ সভা আয়োজন করা হবে। পরে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম।
এ সময় দুর্গাপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।