শনিবার ● ২০ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবান রেড ক্রিসেন্টের নতুন ভবন উদ্বোধন
বান্দরবান রেড ক্রিসেন্টের নতুন ভবন উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবান জেলা পরিষদ কার্যালয় সংলগ্ন রেড ক্রিসেন্ট এর নতুন ভবন উদ্বোধনের সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন পাহাড় ধস ও বন্যা মোকাবেলায় পার্বত্য অঞ্চলে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। যতই দুর্যোগ আসুক, কেউ না খেয়ে কষ্টে আর দিন কাটাবে না। বন্যা পরিস্থিতি মোকাবেলায় পর্যাপ্ত ত্রাণ সহায়তাসহ সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। বান্দরবানে জলাবদ্ধতা ও নদী ভাঙন রোধে কি ধরনের উদ্যোগ নেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যে চিন্তা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সাংগু-মাতামুহুরী বৃহত্তর বেশ কয়েকটি নদীর ভাঙন রোধে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
আজ শনিবার ২০ জুলাই সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে নির্মিত প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান রেড ক্রিসেন্ট এর নতুন ভবনের উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর।
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা মারমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিউল আলম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, রেড ক্রিসেন্ট এর সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর প্রমুখ।