শনিবার ● ২০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: কুশিয়ারা নদীটি খুবই গুরুত্বপূর্ন নদী। এ নদীর উভয় তীর রক্ষায় শীঘ্রই প্রকল্প গ্রহণ করা হচ্ছে। এর কাজ এগিয়ে যাচ্ছে। পান্নি উন্নয়ন বোর্ডের প্রতিটি কাজ ধীরস্থির ভাবে, প্লান করে করতে হয়। অনেক বিবেচনা করতে হয়, নদীর গতিবিধি লক্ষ করে করে চিন্তা ভাবনা করে কাজ শুরু করতে হয়। তবে কুশিয়ারা নদীর দু পাড় রক্ষায় বাঁধের কাজ কবে নাগাদ কাজ শুরু হবে তা নির্দিষ্ট করে বলা যাবে না। আজ শনিবার সকালে নবীগঞ্জের কুশিয়ারা নদীর বেড়িবাঁধ মেরামত কাজ পরিদর্শন কালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য গাজী মো. শাহ নওয়াজ মিলাদ, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মাহফুজুর রহমান, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল হক, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাড. আবুল ফজল ও ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক প্রমূখ।
অপরদিকে, সংখ্যালঘুদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার দেয়া অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, বাংলাদেশের মতো এমন সম্প্রীতি দেশ পৃথিবীর কোথাও নাই। আমরা যেভাবে সংখ্যালঘুদের দেখে রাখি, তাদের উৎসবে যাই, তারা আমাদের উৎসবে আসে এমন নজির পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না।