বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ড. খন্দকার মোশাররফ জামিনে মুক্ত
ড. খন্দকার মোশাররফ জামিনে মুক্ত
গাজীপুর জেলা প্রতিনিধি :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে জামিনে মুক্তি পেয়েছেন৷
১৩ জানুয়ারি বুধবার বিকেল ৪টা ১৩ মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়৷ এসময় কারাফটকে ড. খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন, তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এবং স্থানীয় বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন৷
কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেল সুপার সুব্রত কুমার বালা জানান, বুধবার দুপুরে ড. খন্দকার মোশারফ হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়৷ পরে যাচাই-বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়৷
জেল সুপার আরো জানান, ২০১৪ সালের মার্চে মানি লন্ডারিং মামলায় গ্রেফতার হওয়ার পরে খন্দকার মোশারফ হোসেনকে ঢাকা থেকে ওই বছরের ১৬ মার্চ এ কারাগারে পাঠানো হয়৷ এ মামলাসহ তার বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে৷ সর্বশেষ ১০ জানুয়ারি উচ্চ আদালতে থেকে মানিলন্ডারিং মামলায় জামিন পান তিনি৷ জমিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছে৷ পরে যাচাই-বাছাই শেষে বুধবার বিকেল বিকেল ৪টা ১৩ মিনিটে তাকে মুক্তি দেওয়া হয়৷