রবিবার ● ২১ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলা » রাঙামাটিতে টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়েছে
রাঙামাটিতে টি-টুয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা শেষ হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি :: ২০১৮-২০১৯ বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাঙামাটি জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে এবং রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় আজ ২১ জুলাই রবিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে এক টি টুযেন্টি ক্রিকেট খেলা প্রতিযোগিতা সকাল ৯টায় শুরু হয়ে বেলা ২টায় শেষ হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষনার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়েছে। রাঙামাটি জেলা ক্রীড়া কর্মকর্তা বাবু স্বপন কিশোর চাকমার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীব কান্তি দাশ। রাঙামাটি সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মো. হান্নান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
লেভেল টু বিসিবি এর রাঙামাটি জেলা দলের ক্রিকেট প্রশিক্ষক মহীতোষ চাকমা এর নিয়মিত ক্রিকেট প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় ক্রিকেট খেলোয়াড়দের অংশ গ্রহণে ‘‘লালদল ও সবুজদল ’’ গঠন করে টি টুয়েন্টি ক্রিকেট খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উভয় দলে ১৪ জন করে মোট ২৮(আটাশ) জন ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে। প্রতিযোগিতায় সর্বোচ্চ ৪ উইকেট করে সেরা বোলার হয়েছে এনামূল কবীর ছোটন এবং ২ উইকেট করে নট আউট সর্বোচ্চ ৫০ রান করে সেরা ব্যাটস্ম্যান হয়ে ম্যান্ অব্ দ্যা ম্যাচ্ হয়েছেন রূপায়ণ বড়ুয়া । আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন মোবারক হোসেন লেমন ও আব্দুল গফুর। স্কোরারের দায়িত্ব পালন করেছেন নুরুল আজম জয়। ম্যাচ কমিশনারের দায়িত্ব পালন করেছেন মো. আব্দুল করিম লালু।