সোমবার ● ২২ জুলাই ২০১৯
প্রথম পাতা » অপরাধ » রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা মং প্রু থোয়াই মারমা নিহত
রোয়াংছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আ’লীগ নেতা মং প্রু থোয়াই মারমা নিহত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং প্রু থোয়াই মারমা(৫৫)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ২২ জুলাই দুপুর একটার দিকে রোয়াংছড়ি আওয়ামী লীগের সভা শেষ করে মোটরসাইকেল যোগে ফেরার পথে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের লেরাগাঁও রাস্তার মাথার কাছে ভাঙ্গামুরার টেক সামুখ ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়া জানান, সোমবার দুপুরে রোয়াংছড়ি-বান্দরবান সড়কের লেরাগাঁও রাস্তার মাথার একটু পরে ভাঙ্গামুরার টেক এলাকায় নামক এলাকায় শসস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, কারা গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে রোয়াংছড়ি আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (মুল)র সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, রোয়াংছড়ি-বান্দরবান সড়কে সশস্ত্র সন্ত্রাসীরা তারাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মং প্রু কোথাই মারমাকে সন্ত্রাসীরা গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
উল্লেখ্য, বান্দরবানে মগ লিবারেশন পার্টি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস-মুল) এর মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এ পর্যন্ত রাজবিলা, কুহালং রোয়াংছড়িসহ বেশ কয়েকটি এলাকায় উভয় সংগঠনের ৭ নেতাকর্মী নিহত হয়েছে।
সর্বশেষ আজ সোমবার (২২ জুলাই) বান্দরবান রোয়াংছড়ি সড়কের লেরাগাঁও রাস্তার মাথার একটু পরে ভাঙ্গামুরার টেক এলাকায় নামক এলাকায় শসস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। এই ঘটনার পর পুনরায় বান্দরবানে আতঙ্ক বিরাজ করছে।