রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ নিহত আহত ১০
পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ নিহত আহত ১০
পাবনা প্রতিনিধি :: পাবনা সদর, ভাঙ্গুরা ও আমিনপুর থানা এলাকায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় মহিলাসহ ২জন নিহত ও ৮জন আহত হয়েছে ৷ আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ১জনকে ঢাকা ও ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷
পুলিশ জানায়, শনিবার সন্ধা ৬টার দিকে ভাঙ্গুরা উপজেলার ভাঙুরা মোড় এলাকায় একটি ইঞ্জিন চালিত নসিমনের সাথে সিএনজি চালিত অটো রিক্সার মুখোমখি সংঘর্ষ হয়৷ এ সময় সিএনজির ৪ যাত্রী আহত হয় ৷ আহতদের মধ্যে ২জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে একজন মারা যায়৷ অন্যজনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ৷ নিহত যাত্রী পাবনা চাটমোহর উপজেলার আমকুরিয়া গ্রামের আব্দুল হাই এর ছেলে শহিদুল ইসলাম(৩০)৷ গুরত্বর আহত সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার বিনতিয়া গ্রামের মোঃ সোনা মোল্লার ছেলে আবুল হাশেম(৩৫)৷
শনিবার রাত ৮টায় আমিনপুর থানার কাশিনাথপুর ইউনিয়নের পাবনা-নগরবাড়ি মহাসড়কের শিবপুর নামকস্থানে প্রাইভেট কারের সাথে সিএনজি অটো রিক্সার সংঘর্ষে ১মহিলা নিহত হয়েছে ৷ আহত হয়েছে আরো ৪জন ৷ সিএনজির যাত্রী আছিয়া বেগম(৮৫) ঘটনাস্থলেই মারা যায় ৷ পরে তাকে বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষনা করেন ৷ এদিকে উক্ত ঘটনায় আহত ২জন বেড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে ৷ অন্য ২জন প্রাথমিক চিকিত্সা নিয়ে বাড়ি চলে যায় ৷ এ ঘটনায় নিহত ও আহতরা সবাই সিএনজির যাত্রী ৷
এদিকে ঈদের দিন বিকেলে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরত্বর আহত আশরাফ গতকাল শনিবার সন্ধায় চিকিত্সাধীন অবস্থায় রাজশাহী মেডিকেলে মারা গেছেন ৷ নিহত মোটরসাইকেল চালক পাবনা পৌর নয়নামতি কিয়ামউদ্দিনের ছেলে আশরাফ(৪০)৷ এঘটনায় আহত আরো ২জন চিকিত্সাধীন রয়েছে ৷ আপলোড : ২৭ সেপ্টেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় :দুপুর ১.১৫ মিঃ