বৃহস্পতিবার ● ২৫ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » গুজব কখনোই সত্য হয় না : বিশ্বনাথে এএসপি সাইফুল
গুজব কখনোই সত্য হয় না : বিশ্বনাথে এএসপি সাইফুল
বিশ্বনাথ প্রতিনিধি :: ছেলেধরা ও বিদ্যুৎ না থাকার গুজবে কান না দিতে সিলেটের বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা করেছেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) সাইফুল ইসলাম। আজ বৃহষ্পতিবার দুপুরে উপজেলার দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজে গিয়ে তিনি শিক্ষার্থীদেরকে এসব গুজবের ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন।
এ সময় তিনি তাদের উদ্দেশ্যে বলেন, ‘গুজব তো গুজবই। গুজব কখনোই সত্য হয় না। ছেলেধরা, কয়েকদিন বিদ্যুৎ থাকবে না, মেয়েদেরকে বিদ্যালয়ে আসতে দেবে না-এসব স্রেফ গুজব। যারা এসব গুজব রটাচ্ছে, তারা চায় না তোমরা বিদ্যালয়ে আসো। লেখাপড়া করে উচ্চ শিক্ষিত হও। তোমরা কখনোই এসব গুজবে কান দেবে না। তোমরা সচেতন হও। অন্যকেও সচেতন করো। আর এলাকায় কোনো সন্দেহভাজন লোক দেখলে পুলিশকে জানাবে। গুজবে কান দিয়ে কখনোই আইন নিজের হাতে তুলে নেবে না।’
এ সময় বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল আকন্দ, দেওকলস দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ভূঁইয়া, থানার এসআই লিটন রায়সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।