শুক্রবার ● ২৬ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পদ্মা সেতু বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে ছেলেধরা গুজব : বান্দরবান এসপি
পদ্মা সেতু বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে ছেলেধরা গুজব : বান্দরবান এসপি
বান্দরবান প্রতিনিধি :: ছেলেধরা বা গলা কাটা আতঙ্কে রয়েছে পাহাড়ে খেটে খাওয়া জনসাধারণ। ছেলে ধরা বা গলা কাটে নেওয়ার কথাটি সম্পূর্ণ গুজব বলে সাংবাদিকদের জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার।
গতকাল বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে বান্দরবানে সপ্তাহব্যাপী জনসচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসাবে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাংবাদিকদের এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী হোসেন, ডিএসবির (ওসি) মো, বাছা মিয়াসহ বান্দরবনে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, দেশের বৃহত্তম ‘পদ্মা সেতু’ প্রকল্পটি বাস্তবায়নে বাধাগ্রস্ত করতে ছেলে ধরা বা মাথা কেটে নেয়ার গুজব ছড়াচ্ছে একটি চক্র। সীমান্তে ছেলেধরা সন্দেহে সারাদেশে গনপিটুনীতে অনেকে অনেক নিরীহ নারী ও পুরুষ হতাহত হয়েছেন। বান্দরবানেও গুজবের কারণে বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ঘটেছে। এসব গুজব সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
তিনি বলেন, সন্দেহজনক ভাবে কাউকে গণপিটুনি বা আইন হাতে তুলে নেওয়া একটি ফৌজদারী অপরাধ। গুজবে না দিয়ে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশেকে জানানোর অনুরোধ করছি।