রবিবার ● ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেড ক্রসের প্রতিনিধি দল
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল রেড ক্রসের প্রতিনিধি দল
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের সভাপতি বৃষ কেতু চাকমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের উদ্ধর্তন কর্মকর্তার একটি প্রতিনিধি দল।
আজ রবিবার ২৮ জুলাই সকালে জেলা পরিষদ চেয়ারম্যানের অফিস কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের বিভিন্ন চলমান কার্যক্রম নিয়ে প্রতিনিধি দলের সাথে চেয়ারম্যানের আলাপ আলোচনা হয়।
চেয়ারম্যান বলেন, রেড ক্রিসেন্টের ইকোসেক প্রকল্পের মাধ্যমে পাহাড়ের অনেক হতদরিদ্র পরিবার ছোট্ট পরিসরে ব্যবসা, গবাদি পশু, হাঁস মুরগি চাষ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছে। এছাড়া প্রকৃতি ও মানব সৃষ্ট সকল ধরনের দূর্যোগে রেড ক্রিসেন্টের সহযোগিতা, সেবা ও সহায়তা কার্যক্রম অব্যাহৃত রয়েছে।
সাক্ষাৎকালে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের ওয়াটার এন্ড হ্যাবিট্যাট কো-অর্ডিনেটর তাম্য ভেন গেস্টেল, ওয়াটার এন্ড হ্যাবিট্যাট ডেলিগেট মারিয়া জেমা মিকো ইকোরো, বাংলাদেশ রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের ওয়াটার এন্ড হ্যাবিট্যাট কর্মকর্তাদের হাতে পরিষদ হতে চেয়ারম্যান শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করেন।