সোমবার ● ২৯ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়ি শিক্ষা অধিদপ্তরে দুদকের হানা
রোয়াংছড়ি শিক্ষা অধিদপ্তরে দুদকের হানা
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ সোমবার ২৯ জুলাই সকাল ১১টার দিকে চট্টগ্রাম দুদকের উপসহকারী পরিচালক মো. শরিফ উদ্দিনের নেতৃত্বে ৩ সদস্যের একটি টিম রোয়াংছড়ি উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে এ অভিযান চালায়।
অভিযানে প্রাথমিকভাবে মাধ্যমিক শিক্ষা অফিসার সঞ্জিত কুমার বালা ও অফিসের নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন অফিসে অনুপস্থিত থাকাসহ ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টার দিকে দুদক কর্মকর্তারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসে অভিযান চালালে অফিসের নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জিত কুমার বালার বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অফিসে না আসার প্রমাণ মিলেছে। শিক্ষা কর্মকর্তাসহ এ দুইজন অফিস না করলেও সরকারের কোষাগার থেকে বেতন ভাতা ও সমস্ত সুযোগ সুবিধাদি ভোগ করে আসছিলেন। এ সময় দুদক কর্মকর্তারা বলেন, সরকারি স্টাফ হয়েও আচরণ বিধি লঙ্ঘন করে আসছিলেন তারা। শুধু তাই নয় নিরাপত্তা প্রহরী মো. মঞ্জুর রহমান মন্ত্রণালয়ের একজন ক্যাশিয়ার ও প্রভাবশালী কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন এলাকার লোকদের কাছ থেকে চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
অভিযান শেষে দুদক কর্মকর্তা মো. শরিফ উদ্দিন বলেন, রোয়াংছড়ি উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট স্টাফদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত অফিসে অনুপস্থিত ও নানা অনিয়ম নিয়ে জরুরি সেবা ফোন নম্বর থেকে অভিযোগ পেয়ে দুর্নীতি বিরোধী এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়া গেছে। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও উল্লেখ করেন দুদকের ওই কর্মকর্তা।