মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » মেশিনগানসহ মগ বাহিনীর ১ সন্ত্রাসী আটক
মেশিনগানসহ মগ বাহিনীর ১ সন্ত্রাসী আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের থানছি উপজেলার সাঙ্গু নদীর তীরে একটি পরিত্যক্ত জুমঘর থেকে মেশিনগানসহ এক সন্ত্রাসীকে আটক করেছে বিজিবি ও পুলিশ।
আটককৃত সন্ত্রাসীর নাম মিঠুন ত্রিপুরা সে বান্দরবানের আলোচিত মগ বাহিনীর সাথে সংশ্লিষ্ট রয়েছে বলে ধারণা করছে স্থানীয়রা।
গতকাল সোমবার (২৯জুলাই) বিকেলে থানছি উপজেলার বলিবাজার (বর্ডার গার্ড বাংলাদেশ) বিজিবি’র সদস্য ও পুলিশের যৌথভাবে অভিযানে কালু মাস্টারের খামার বাড়ি সংলগ্ন সাঙ্গু নদীর তীরে একটি পরিত্যক্ত জুমঘর থেকে এই অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারের ঘটনার পর বিজিবি সদস্যরা অস্ত্রসহ সন্ত্রাসী কে থানায় সোপর্দ করলে থানচি থানা পুলিশের পক্ষ থেকে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের জানানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার অফিসার ইনচার্জ(ওসি) জুবায়েরুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার থানচি বলি বাজার এলাকা থেকে বিজিবি সদস্যরা মিঠুন ত্রিপুরা নামে এক সন্ত্রাসীকে আটক করেন। পরে তার দেওয়া তথ্যমতে সাঙ্গু নদীর তীরে একটি খামার বাড়িতে পরিত্যক্ত অবস্থায় একটি অস্ত্র উদ্ধার করেন। আটককৃত মিঠুন ত্রিপুরার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হযেছে।
জেলা প্রশাসক ও পৌরসভার যৌথ উদ্যোগে মশা নিধন কার্যক্রম শুরু
বান্দরবান প্রতিনিধি :: সারাদেশে যখন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ডাক্তার, পেশাজীবীর মৃত্যুসহ বহু সাধারণ মানুষ ডেঙ্গু মশার কবলে পড়েছেন এমন অবস্থায় অবশেষে চোখ করলেন বান্দরবানের জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষের। “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি” সবাই মিলে সুস্থ থাকি” এই স্লোগান নিয়ে বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের উদ্যোগে শহরে মশা নিধন কার্যক্রম শুরু করা হয়।
আজ মঙ্গলবার ৩০ জুলাই বেলা ১২ টায় বান্দরবান পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উপলক্ষে একটি র্যালী বান্দরবান সদর উপজেলা মিলনায়তন থেকে বের হয়ে বান্দরবান শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে সমবেত হয়। পরে বান্দরবান সদর উপজেলা পুকুর পাড় থেকে মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক মো. দাউদুল ইসলাম।
মশা নিধন কার্যক্রমে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি, বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট এর সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, সদর উপজেলার নির্বাহী অফিসার নোমান হোসেন প্রিন্সসহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও বান্দারবান রেডক্রিসেন্টের ভলেন্টিয়াররা মশা নিধন কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বান্দরবানে ডেঙ্গু রোগ শনাক্ত, সদর হাসপাতালে ভর্তি
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নটরডেম কলেজের প্রথম বর্ষের এক ছাত্র বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গু আক্রান্ত ছাত্রের নাম রেমিউ চিং মারমা।
বান্দরবান সদর হাসপাতাল সুত্রে জানা যায় , আজ মঙ্গলবার ৩০ জুলাই সকালে ঢাকা থেকে ৬ দিন ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মারমা নামে এ ছাত্র ভর্তি হয়।
ডাক্তাররা জানান ,তার শরীরে ডেঙ্গু রোগের জীবানু রয়েছে এবং ঢাকায় কয়েকদিন প্রাথমিক চিকিৎসা করে টাকা পয়সার অভাবে বান্দরবান চলে আসে।
রেমিউ চিং মারমার পিতা উথোয়াইচিং মারমা জানান, ৬ দিন ঢাকায় ডেঙ্গু রোগে আক্রান্ত থেকে সকালে বান্দরবান সদর হাসপাতালে রেমিউ চিং মারমাকে ভর্তি করা হয়েছে ,রেমিউ চিং মারমার বাড়ী বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার নতুন পাড়ায় ।
এদিকে হঠাৎ করে বান্দরবান সদর হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হওয়ায় আতংকিত হয়ে পড়েছে রোগী ও ডাক্তাররা।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা:প্রত্যুষ পল ত্রিপুরা বলেন, ডেঙ্গু রোগের জন্য বান্দরবানে পর্যাপ্ত ডাক্তার নেই এবং প্রয়োজনীয় সরঞ্জামের ও অভাব রয়েছে ,তারপরে ও ভর্তি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।