মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বিলাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
বিলাইছড়িতে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ
দাতা সংস্থা ইউএনডিপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের স্ট্রেনদেনিং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইন চিটাগাং হিল ট্র্যাক্টস (এসআইডি-সিএইচটি) শীর্ষক প্রকল্পের আওতায় জিওবি’র অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ বাস্তবায়নে বিলাইছড়ি উপজেলার কৃষক মাঠ স্কুলের সদস্যদের মাঝে বিনামূল্যে পাওয়ার টিলার ও সেচ পাম্প বিতরণ করা হয়।
আজ মঙ্গলবার ৩০ জুলাই সকালে উপজেলার কৃষক মাঠস্কুল ভিত্তিক শীর্ষ পাড়া উন্নয়ন কমিটি (পিডিসি) সমূহে ১৩টি পাওয়ার টিলার ও ১৩টি পাম্প মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ইউএনডিপি এসআইডি-সিএইচটি কর্মকর্তা বিহিত বিধান খীসা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা, মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভাঃ) মেজবাহ উদ্দিন, বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।
আলোচনাসভা শেষে বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।
জুরাছড়িতে কৃষকদের কৃষি সরঞ্জামাদি বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক দূর্গম জুরাছড়ি উপজেলার কৃষক মাঠ স্কুলের সদস্যদের বিনামূল্যে কৃষি সরঞ্জামাজি ও আর্থ সামাজিক উন্নয়নে দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে জুরাছড়ি উপজেলা বিশ্রামাগার প্রাঙ্গনে কৃষকদের এ আধুনিক কৃষি সরঞ্জামাদি ও দুঃস্থ এবং বিধবা মহিলাদের গবাদি পশু গুলো বিতরণ করা হয়।
জেলা কৃষি বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের কৃষি সরঞ্জামাদি ও দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে এ গবাদি পশু গুলো বিতরণ করেন।
দুটি অনুষ্ঠানে জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) আলপনা চাকমা, জোনের প্রতিনিধি ওয়ারেন্ট অফিসার মোঃ তাজেল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, সহকারী কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ১৪৩নং কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ চাকমা, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি চিরঞ্জীব চাকমা, ছাত্রলীগ সভাপতি জ্ঞানমিত্র চাকমা, স্ধারণ সম্পাদক সুদীপ্ত চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা।
কৃষি সরঞ্জামাদি বিতরণ উপলক্ষে সোমবার জুরাছড়ির জেলা পরিষদ বিশ্রামাগারে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ বিশ্রামাগার প্রাঙ্গনে বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে ১৩টি পাম্প মেশিন ও ১৩টি পাওয়ার টিলার এবং দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে ৮টি গাভী ও ৮টি ছাগল বিনামূল্যে বিতরণ করেন অতিথিরা।