মঙ্গলবার ● ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে বিএনপি নেতা আবদুল হাই কারাগারে
বিশ্বনাথে বিএনপি নেতা আবদুল হাই কারাগারে
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আবদুল হাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সিলেটের চীফ জুডিসিয়াল ম্যাজেষ্ট্রিট মাহবুবুর রহমানের আদালতে হাজির তিনি (আবদুল হাই) জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। এরআগে ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। পরে জামিন পেয়ে কারাগার থেকে বের হন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় ফের সোমবার ওই মামলায় তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগার প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেন আসামি পক্ষের আইনজীবি সাইফুর রহমান বলেন, আবারও আবদুল হাইয়ের জামিনের জন্য আদালতে আমরা আবেদন করব।
প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে বিশ্বনাথ উপজেলা সদরের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এঘটনায় ৩ সেপ্টেম্বর বিশ্বনাথ থানার এসআই সবুজ কুমার নাইডু বাদী হয়ে ৬০-৭০ জন ব্যক্তিকে অজ্ঞাতনামা অভিযুক্ত করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন। এ মামলায় বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবদুল হাইকে বিশ্বনাথ থানা পুলিশ গত বছরের ১৩ অক্টোবর গ্রেপ্তার করে। পরদিন তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। পরে কিছুদিন কারাবরণের পর তিনি জামিনে বের হন।
বিশ্বনাথে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে মেয়াদ উর্ত্তীর্ণ পণ্য, ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকা, নিষিদ্ধ পণ্য বিক্রির অভিযোগে উপজেলা সদরের নতুন বাজার ও পুরান বাজারে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের হাকিম ফাতেমা তুজ জোহরা পরিচালনা করে এই জরিমানা আদায় করেন। এ সময় উচ্চ আদালতে নিষিদ্ধ ঘোষিত পণ্য বাজার থেকে সরিয়ে নিতে ব্যবসায়ীদেরকে উদ্বুদ্ধ করা হয়।
জরিমানা দেয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল-ফারুক এন্ড ব্রাদার্স ২ হাজার, ফৌজিয়া ড্রাগ সেন্টার ৫শত, আলী কটন হাউস ১ হাজার, হেলাল ট্রেডার্স ২ হাজার, মা মনি পেইন্ট এন্ড হার্ডওয়ার ২ হাজার, রুমেল বস্ত্রালয় ১ হাজার ৫শত ও বদরুল ভেরাইটিজ ষ্টোর ২ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনাকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানার একদল পুলিশ উপস্থিত ছিলেন।