বুধবার ● ৩১ জুলাই ২০১৯
প্রথম পাতা » জাতীয় » রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয় : হাইকোর্ট
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয় : হাইকোর্ট
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নয়, বাকিরা সবাই রাষ্ট্রের চাকর বলে জানিয়েছেন হাইকোর্ট।
আজ বুধবার ৩১ জুলাই বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটের শুনানি হয়। এসময় আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহির উদ্দিন লিমন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুলাই) নড়াইল কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র তিতাস ঘোষ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন, এরপর তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য একটি আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির উদ্দেশ্যে রওনা দিলে তিনঘণ্টা ফেরি ছাড়ার অপেক্ষায় থেকে মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়ে অ্যাম্বুলেন্সেই মারা যান।
এ ঘটনা তদন্তে সোমবার (২৯ জুলাই) তিনটি কমিটি গঠন করা হয়।