বুধবার ● ১৩ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন পোর্টাল হঠাত্ বন্ধ
অনলাইন পোর্টাল হঠাত্ বন্ধ
সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নামক সাপ্তাহিক পত্রিকা সরকারী রেজি নং : চ-৪৩৫ এর অনুকুলে একটি অনলাইন সংস্করন বিগত ০৫ বছর থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৫০ লক্ষ পাঠক নিয়ে অনলাইনটি চলমান থাকলেও হঠাত্ করে গত ০৭/০১/২০১৬ইং থেকে ওয়েব সাইটটি কোন কারণ ছাড়াই বন্ধ হয়ে গেছে৷ ক্লাডোরা নামক একটি ইনোবেশন এন্ড এক্সিলেন্স থেকে www.alokitochattagram.com হোসটিং ডোমেন ও ডিজাইন ঐ প্রতিষ্ঠানের আই.টি বিশেষজ্ঞ সুরঞ্জিত বড়ুয়া মাধ্যমে চালু করা হয়েছিল৷ উল্লেখিত তারিখে হঠাত্ করে ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায় এ বিষয়ে ক্লালাডোরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেও কোন সমাধান মিলছেনা৷ অনলাইন পোটাল আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন আই.টি বিশেষজ্ঞ সুরঞ্জিত বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কি কারণে ওয়েবসাইটটি বন্ধ হয়েছে, তিনি এ বিষয়ে জানেন না, অন্যদিকে কোন ওয়েব হ্যাকারের কবলে পড়েছে কিনা সে সম্পর্কেও তিনি জানেন না৷ জনপ্রিয় অনলাইন এর পাঠকমহল নিয়মিত ওয়েবসাইট এর সংবাদগুলো পড়তেন এবং প্রতিদিন শত শত পাঠক ফেসবুক এ মন্তব্য এবং শেয়ারের করতেন৷ সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম নামক পত্রিকা দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ বিগত ২০০১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রথম আলোর ভীতরে প্রকাশ করতেন এবং উল্লেখিত অনলাইনটি ব্যবহার করার সুযোগ খুজছিলেন বলে জানান পত্রিকার সম্পাদক৷ ২০১২ সালে দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষকের বিরুদ্ধে চট্টগ্রামের সিনিয়র সহকারী জজ আদালতে সাপ্তাহিক আলোকিত চট্টগ্রাম প্রকাশক ও সম্পাদক একটি নিষেধাজ্ঞা মামলা করেছেন৷ মামলা নং-২৪/১২, উক্ত মামলা করার পর দৈনিক প্রথম আলো কর্তৃপক্ষ আলোকিত চট্টগ্রাম ক্রোড়পত্র আলোকিত চট্টগ্রাম প্রকাশনা বন্ধ করে অন্য নাম আমার চট্টগ্রাম চালু করেন৷ বর্তমান বন্ধ হওয়া ওয়েব সাইটটি কোন ধরনের ষড়যন্ত্রের মুখে পড়েছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে মাননীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন অনলাইন পোর্টাল আলোকিত চট্টগ্রাম ডট কম এর প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন৷ উল্লেখ্য বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয় একটি ঘোষনা দিয়েছিলেন প্রতিটি অনলাইনের মালিকরা নিবন্ধন করতে, সেই নিয়ম পালন করতে গত ০৬/১২/২০১৫ইং আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক ও সম্পাদক এম. জামাল উদ্দিন প্রধান তথ্য কর্মকর্তা, তথ্য অধিদপ্তর, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবরে বাংলাদেশ ডাক বিভাগ, চট্টগ্রাম অঞ্চল হতে রেজিষ্টার্ডযোগে আবেদন দাখিল করেছেন৷ ওয়েব সাইট নির্মানকারী প্রতিষ্টান আই টি বিশেষজ্ঞ সুরনজিত্ বড়ুয়ার মুঠোফোন নাম্বার ০১৯৭২-৩৩২২২২ এ বার বার যোগাযোগ করা হলেও তিনি ওয়েবসাইটটির সমস্যা সমাধানে কোন সহযোগীতা না করায় অনলাইন পোর্টাল আলোকিত চট্টগ্রাম ডট কম প্রকাশক সম্পাদক এম জামাল উদ্দিন ওয়েব সাইট নির্মানকারী প্রতিষ্টানের ভিজিটিং কার্ডে উলেস্নখ ঠিকানায় গিয়ে তাদের কাউকে পায়নি বরংwww.cladora.com প্রতিষ্ঠানের ঠিকানায় কোন অফিসের অস্বিত্ব পাননি বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন৷বাংলাদেশে কয়েক হাজার অনলাইন পোর্টাল রয়েছে সবাইকি কখনো এধনের সমস্যায় পড়েছেন কিত্৷ বাংলাদেশের বেশ কিছু অনলাইন পোর্টাল সম্পাদকদের সংগঠন থাকলেও কেউ কেন প্রতিবাদ জানাচ্ছেনা তাও সকল পাঠকদের প্রশ্ন৷ (প্রেস বিজ্ঞপ্তি)
উপরোক্ত বিষয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)এর কৈফিয়ত
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)নিউজ পোর্টাল মালিকদের স্বার্থ সংরক্ষনের বাংলাদেশে একমাত্র সংগঠন । যে কোন নিউজ পোর্টাল মালিকের যদি বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা) সদস্য পদ না থাকে সে সব নিউজ পোর্টাল মালিকদের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে উপরের সমস্যদি নিয়ে করার কিছুই থাকে না বলে জানান বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টালএসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শামসুল আলম স্বপন।
তবে উপরের উল্লেখিত বিষয়টি নিয়ে বনপা’র কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সহমর্মিতা জানানো হয়।