বৃহস্পতিবার ● ১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে ৩০ লাখ টাকার গরু-নাম তার টাইগার
চাটমোহরে ৩০ লাখ টাকার গরু-নাম তার টাইগার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে একটি গরুর দাম হাঁকা হচ্ছে ৩০ লাখ টাকা। গরুটির ওজন ৪২ মণ। এর দৈর্ঘ্য ৯ ফুট আর উচ্চতা ৫ ফুট। টাইগার নামের এই গরুটির গায়ের রং কালো আর সাদা।
উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছোট গুয়াখড়া গ্রামের মিনারুল ইসলামের খামারে এই বিশালাকৃতির ষাঁড়টি দেখতে প্রতিদিনই মানুষ ভিড় করছেন। ওই গ্রামের মৃত আকুল প্রামাণিকের ছেলে মিনারুল ইসলাম এক বছর চার মাস আগে প্রতিবেশী এক বন্ধুর ১৫-১৬ মণ ওজনের গরুটি কিনে নেন। এরপর দেশীয় পদ্ধতিতে নিজের খামারে মোটাতাজা করা শুরু করেন। নাম দেন টাইগার। ফিজিয়ান জাতের গরুটির ওজন এখন ৪২ মণ।
এলাকাবাসী জানান, টাইগার নামের এই গরুটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে থেকে প্রতিদিন লোকজন আসছেন।
গরুর মালিক মিনারুল ইসলাম বলেন, চার শ্রমিক গরুটির দেখাশোনা করেন। গরুটির দেখাশোনা করেন বারেক মোল্লা। তিনি বলেন ষাঁড়টি শান্ত স্বভাবের। মিনারুল বলেন, ষাঁড়টি যখন ১ লাখ ৪২ হাজার টাকায় কেনেন তখন ওজন ছিন ১৫ থেকে ১৬ মণ। এখন দাম চাচ্ছেন ৩০ লাখ টাকা। আশানুরুপ দাম পেলেই বিক্রি করে দিবেন। তবে ৪২ মণ ওজনের একটি গরুর দাম আদৌও ৩০ লাখ টাকা হবে কীনা- এ প্রশ্ন অনেকের।