শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » ডেঙ্গু আক্রান্ত কোন রোগী নেই রাউজান হাসপাতালে
ডেঙ্গু আক্রান্ত কোন রোগী নেই রাউজান হাসপাতালে
রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে এখনো কোন ডেঙ্গু রোগী সরকারি ও বেসকারি হাসপাতালে খবর নিয়ে জানা গেছে ডেঙ্গু ভাইরাস জানিত আক্রান্ত কোন রোগী হাসপাতালে ভর্র্তি হয়নি । রাউজান উপজেলা স্বাস্থ্য হাসপাতালের সুত্রে জানা গেছে , গত কয়েক দিন হাসপাতালে ৫/৬ জন জ্বর হওয়া রোগী হাসপাতালে আসলে তাদেও প্রথমে ডেঙ্গু পরীক্ষা করা হলে,পরে পরিক্ষার ফলাফলে তাঁদের মধ্যে কোন ডেঙ্গু রোগ পাওয়া যাইনি। তবে তাদের জ্বর সাধারণত সভাবিক জ্বর ।
এ বিষয়টি নিশ্চিত করেন রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা পরিদর্শক ডাঃ মনোয়ার হোসেন চোধুরী তিনি সাংবাদিক দরে সাথে এসব তথ্য নিশ্চিত করে বলেন।
সরজমিনে দেখা যায়, রাউজান হাসপাতালে বিভিন্ন স্থানে বৃষ্টির পানি জমে থাকা স্থানে মশার উৎপাত লক্ষ করা গেছে। এছাড়াও হাসপাতালে ব্যবহারিত সেফটি টাংকি থেকে মল নির্গত হয়ে হাসপাতালের আশেপাশে ছড়িয়ে পড়ছে, এতে দুষিত হচ্ছে হাসপাতালের পরিবেশ, এর জন্য রোগীর মধ্যে কিছুটা আতংক লক্ষ্য করা গেছে। তবে এ বিষয়ে জানতে চাইলে ডাঃ মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নালায় জমে থাকা পানিতে ডেঙ্গু মশার বিস্তার হয়না। তবে হাসপাতাল থেকে রাস্তা সড়কটি উঁচু হওয়াতে হাসপাতালের কিছু কিছু স্থানে পানি জমে থাকে। আগে বৃষ্টির পানি গুলো বিভিন্ন স্থান দিয়ে চলে যেত, কিন্তু একদিকে হাসপাতালের পাশের বড় সড়কটি অনেক উঁচু আর কিছু বহুতল ভবন নির্মিত হওয়ায় পানি চলাচলে কিছুটা সমস্যা সৃষ্টি হয়। আগামী অর্থ বছরে এ মেগা প্রকল্পের বরাদ্দ করবে মন্ত্রনালয়। তবে অভিযোগ করে বলেন, এত বড় হাসপাতালে কিছু জনবলের সংকট আছে , এটার সমাধান হলে হাসপাতালের সেবার মান আরো বাড়বে। তবে জানাগেছে গত সাত মাস ধরে এই হাসপাতালের কর্মরর্ত একজন ডাক্তার নেই, সেই ডাঃ মুসলিমা আক্তার বলে জানা গেছে।