শুক্রবার ● ২ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » জনগন সচেতন হলেই ডেঙ্গু ও ছেলেধরা গুজব প্রতিরোধ সম্ভব
জনগন সচেতন হলেই ডেঙ্গু ও ছেলেধরা গুজব প্রতিরোধ সম্ভব
মাটিরাঙ্গা প্রতিনিধি :: জনগন সচেতন হলেই ডেঙ্গু জ্বর ও গুজব প্রতিরোধ করা সম্ভব উল্লেখ করে বক্তারা বলেছেন, ডেঙ্গু জ্বর মহামারীতে পরিণত হওয়ার আগেই আমাদের সকলকে সচেতন হতে হবে এবং দেশব্যপি ছেলেধরা গুজব বন্ধে নিজে সচেতন থাকার পাশাপাশি আশে-পাশের সকলকে সচেতন করানোর উপর গুরুত্বারোপ করেন বক্তারা। গুজব প্রতিরোধে সামাজিক ভাবে সকলকে সম্পৃক্ত করতে হবে।
সাম্প্রতিক সময়ে ‘ছেলেধরা’ নামক যে আতঙ্কের সৃষ্টি হয়েছে তা প্রতিরোধে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের উদ্যোগে আতঙ্ক কেটে গেছে। বিশেষ মহলের অপচেষ্ঠা ব্যর্থ হয়েছে। কাউকে সন্দেহ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনকে জানানোর আহবান জানান বক্তারা।
উপজেলা পরিষদের সভাকক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত ‘ডেঙ্গু ও গুজব’ প্রতিরোধে জনসচেতনামুলক সভায় বক্তারা এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ’র সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। মহিলা ভাইস চেয়ারম্যান মিজ হাসিনা বেগম, ভাইস চেয়ারম্যান মো. আনিসুউজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম প্রমুখ ।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, ছেলেধরা গুজবের পাশাপাশি ডেঙ্গু জ্বর নতুন আতঙ্ক হিসেবে দেখা দিয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়।
জনসচেতনতামুলক এ সভায় প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিকবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।