শনিবার ● ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রোয়াংছড়িতে অস্ত্রসহ আটক-৩
রোয়াংছড়িতে অস্ত্রসহ আটক-৩
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রোয়াংছড়িতে আমতলী পাড়া এলাকায় অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আজ শনিবার ৩ আগষ্ট বিকালে তাদের আটকের বিষয়ে নিশ্চিত করেন রোয়াংছড়ি থানা পুলিশ।
আটককৃতরা হলেন : চমং মারমার ছেলে রেগ্যসে মারমা, শৈথুই মারমার ছেলে মংথুইপ্রু মারমা ও মংয়ইনু মারমা। তাদের বাড়ি রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড তুলাইছড়ি গ্রামের বাসিন্দা।
জানা যায়, রোয়াংছড়ি সেনাবাহিনীর ক্যাম্প থেকে ক্যাপ্টেন আকিবের নেতৃত্বে ১টি টহল দল তুলাইছড়ি এলাকা থেকে সন্দেহজনক হিসেবে রেগ্যসে মারমাসহ ৬ জনকে আটক করে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ৩ জনকে ছেড়ে দেন। পরে বাকি ৩ জনের স্বীকারোক্তি অনুযায়ী ১টি দেশীয় বন্দুক, ২টি ছুরি ও ১৬ রাউন্ড ও গুলিসহ দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটকের খবর শুনেছি। তবে এখনো পর্যন্ত সেনা বাহিনী আমাদের কাছে আটককৃত ব্যক্তিদের হস্তান্তর করা হয়নি। তাদের আমাদের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানা যাবে।
লামায় খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু
বান্দরবান :: বান্দরবানের লামা উপজেলায় খালের পানিতে ডুবে আপিয়া আক্তার নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ৩ আগষ্ট দুপুরে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা লামা খালের অংহ্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে অংহ্লাপাড়ার বাসিন্দা জসিম উদ্দিনের মেয়ে আপিয়া আক্তার লামা খালের পাড়ে খেলা করছিল। এর এক পর্যায়ে শিশুটি খালে পড়ে গেলে স্রোতের টানে ভেসে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহযোগিতায় শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনেরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু আপিয়াকে মৃত ঘোষণা করেন।
খালের পানিতে ডুবে শিশুর মৃত্যুর সত্যতা রুপসীপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছাচিং প্রু মারমা নিশ্চিত করেন।