বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে দুম্বার মাংস ভাগ বাটোয়ারা
চাটমোহরে দুম্বার মাংস ভাগ বাটোয়ারা
চাটমোহর প্রতিনিধি :: পাবনার চাটমোহরে দুস্থ্যদের জন্য সৌদি সরকার প্রেরিত দুম্বার মাংস হরিলুট হয়েছে৷ ইউনিয়ন পর্যায়ে কিছু মাংস পাঠানো হলেও অনেক মাংস ভাগ বাটোয়ারা হয়েছে প্রভাবশালীদের মধ্যে৷ ৮/৯ দিন পূর্বে উপজেলা পরিষদ চত্বরে দুম্বার মাংস আসা মাত্র চিহ্নিত সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জন প্রতিনিধিদের মধ্যে অনিয়মতান্ত্রিক ভাবে মাংস ভাগ ভাটোয়ারা করে দেয়া হয়৷ ফলে বঞ্চিত হয় এতিম, অসহায়, দুস্থরা৷ এ ব্যাপারে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, হায়রে কার দুম্বা কে খায়! চাটমোহরে কত কার্টুন দুম্বার মাংস এসেছে এবং তা কিভাবে বন্টন হয়েছে এব্যাপারে জানতে চাইলে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা৷ সব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানে৷ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, আমি দুম্বার মাংস বিতরণের সময় চাটমোহরে ছিলাম না৷ এব্যাপারে আমি কিছু জানিনা৷ উল্লেখ্য, গত বছর পহেলা মার্চ ও চাটমোহরে দুম্বার মাংস বিতরণে অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছিল৷