শনিবার ● ৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজানে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
রাউজানে শশুর বাড়িতে বেড়াতে গিয়ে যুবকের রহস্যজনক মৃত্যু
কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলার বেতবুনিয়া গোধার পাড় এলাকার এক যুবকের গতকাল শুক্রবার রাউজান শশুর বাড়িতে রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়।
পারিবারিক ও রাউজান থানার অভিযোগের ভিত্তিতে জানা যায়, কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের গোধারপাড় নামক স্থানের বাসিন্দা আব্দুর রহমানের ছেলে জিপ চালক (চান্দের গাড়ি) মো. তারেক ড্রাইভার (২৪) গত ১৩ মাস পুর্বে রাউজান উপজেলার রহমত পাড়া কটিলা গ্রামের মৃত,মো. ফোরকান আলীর মেয়ে শিল্পী আক্তারকে সামাজিকভাবে বিবাহ করান। ছেলের পিতা জানান আমি আমার ছেলেকে এবং ছেলেরে বৌ নিয়ে বেশ ভালই ছিলাম। গতকাল শুক্রবার আমি আমার ছেলে ও ছেলের বৌকে নিয়ে রাউজান ছেলের শ্বাশুর বাড়ি বেড়াতে যাই সেখানে দুপুরে খাওয়া দাওয়া করি। এক পর্যায়ে গ্রামের সর্দার এসে আমার ছেলেকে মারদোর শুরু করেন এবং ছেলেকে শিকল দিয়ে বেঁধে পেলেন আমি সেখানে আমার ছেলে ,স্ত্রী, ছেলের বৌ কে রেখে বেতবুনিয়া চেয়ারম্যান মেম্বারের কাছে ছুটে আসি। কিছুক্ষন পরে আমার স্ত্রী আমাকে ফোন করে জানান আমার ছেলেকে মেরে ফেলেছেন আমার ছেলে মারা গেছেন। আমি স্থানীয় ইউপি মেম্মার (রকি মারমা) কে সংগে নিয়ে রাউজান থানায় যাই এবং থানা পুলিশের সহযোগিতায় লাশ উদ্ধার করে রাত্রে সাড়ে দশটায় রাউজান থানায় নিয়ে আসি। ৫জনকে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। আজ শনিবার রাউজান থানা পুলিশ লাশ পোষ্ট মর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ বিষয়ে মামলার আইও রাউজান থানার এসআই মো. আমজাদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন আমরা খবর পেয়ে ছেলের পিতা সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এবং পোষ্টমর্টেমের জন্য পাঠাই। কিন্তু আমার কাছে ছেলেটির মৃত্যুটি রহস্যজনক বলে মনে হচ্ছে । তাছাড়া পোষ্টমর্টেম রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
এ ব্যাপরে রাউজন থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এদিকে তারেকের মৃত্যু সংবাদ শুনে কাউখালীর বেতবুনিয়া গোধার পাড় পরিবার এবং এলাকাবাসির মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসির মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। এলাকা বাসির একটাই দাবি প্রশাসনের কাছে তারেক ড্রাইভার কি আত্মহত্যা করেছেন নাকি শ্বাশুর বাড়িতে তাকে কৌশলে হত্যা করা হয়েছে এলাকাবাসীর জনমনে একটাই প্রশ্ন ?