রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে টমটমের ধাক্কায় শিশু নিহত
আলীকদমে টমটমের ধাক্কায় শিশু নিহত
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের আলীকদম উপজেলায় ব্যটারি চালিত একটি টমটম গাড়ির ধাক্কায় মো. মিজান (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। আজ রবিবার দুুপুরে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মিজান রেপারপাড়া বাজার পাড়ার বাসিন্দা আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিদ্যালয় ছুটির পর রবিবার দুপুর ১২টার দিকে মিজান তার বাবাসহ রাস্তা পার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় দ্রুত বেগে ছেড়ে আসা একটি যাত্রীবাহি টমটম গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আবুল হোসেন আহত শিশুকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশু মিজানকে মৃত ঘোষণা করেন।
টমটম গাড়ির ধাক্কায় শিশু মিজান নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদৌস রহমান বলেন, ঘটনাটি খুবই দুঃখ জনক।
বান্দরবানে শিক্ষাবৃত্তি দিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতি
বান্দরবান প্রতিনিধি :: শিক্ষার মান উন্নয়নে এবং পিঁছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার চালিয়ে যাওয়ার প্রত্যয়ে বান্দরবানে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করলো বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি।
গতকাল শনিবার রাতে বান্দরবান সদরের অরুণ সারকি টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষাবৃত্তি প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্টানে ৬৯ পদাতিক বিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরান এ এফ ডাব্লিউ সি,পিএসসি, জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মো:শফিকুর রহমান,কাজল কান্তি দাশ, বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সভাপতি হাফেজ মো:আজিজুল হক, সাধারণ সম্পাদক বিমল কান্তি দাশ,সিনিয়র সহ-সভাপতি মো:আব্দুল কুদ্দুছ,সহ-সভাপতি নিখিল কর্মকার,সহ-সভাপতি উজ্বল চৌধুরী,যুগ্ন সম্পাদক বদিউল আলম,অর্থ সম্পাদক বাসুদেব আইচ,সাংগঠনিক সম্পাদক অনুপম আইচ,প্রচার সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন,সহ-অর্থ সম্পাদক মোহাম্মদ মমতাজ উদ্দিন সহ বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্টানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বান্দরবানে শিক্ষার মান উন্নয়নে এবং পিঁছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার চালিয়ে যাওয়ার প্রত্যয়ে বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের এই শিক্ষাবৃত্তি প্রদান একটি প্রশংসনীয় উদ্যোগ। আমি চাই প্রত্যেক সংগঠনের উচিত এই ধরণের অনুপ্রেরণামুলক ও সামাজিক কাজে অংশগ্রহণ করা। এসময় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন ,বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং সরকারের পাশাপাশি আমাদের সকলকে শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করতে হবে।
অনুষ্টানে বান্দরবানের বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ৫৭জন ছাত্র-ছাত্রীকে ৩ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৭১ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এসময় বান্দরবানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়ে এই শিক্ষাবৃত্তি গ্রহণ করে।
অনুষ্টানের শেষ পর্যায়ে বান্দরবান বাজার মুদির দোকান ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টিত হয়। এসময় নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে শপথবাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।