রবিবার ● ৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র্যালি
আত্রাইয়ে পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষে র্যালি
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে শাহাগোলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার সকাল ১০ টায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিটি শাহাগোলা ইউনিয়ন পরিষদ চত্বর থেকে বের হয়ে ভবানীপুর বাজার এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
শাহাগোলা ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, শাহাগোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, আত্রাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ইউপি সদস্য মোসলেম উদ্দিন, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, আব্দুর রাজ্জাক, মোহন, জালাল উদ্দিন মন্ডল, শফিকুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য নুরুননাহার ও নুসরাত জাহান প্রমূখ।
বক্তাগণ বাড়ির আঙ্গিনা পরিস্কার, পরিত্যক্ত থালা-বাসনে পানি জমিয়ে না রাখাসহ মশক নিধনে নিজ নিজ উদ্যোগে ভূমিকা পালনের আহ্বন জানান।
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার হাটকালুপাড়া গ্রামের রশিদ শাহ্ ছেলে খলিল (৪৫) ও নন্দনালী গ্রামের আকবর আলীর ছেলে জাহাঙ্গীর (৩৫)।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাইদার ও এএসআই ছাইফুল সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১২৫ গ্রাম গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার সকালে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।