সোমবার ● ৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খুলনা বিভাগ » বিষাক্ত কেমিকেল ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা
বিষাক্ত কেমিকেল ব্যবহার করায় ব্যবসায়ীকে জরিমানা
মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে বাওট দাসপাড়ার কলা ব্যাবসায়ী মহিদুলকে গোডাউনে বিষাক্ত কেমিক্যাল দিয়ে কলা পাকানোর দায়ে তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যববসায়ী মহিদুল উপজেলার মটমুড়া গ্রামের দেছের আলির ছেলে। সে বাওট গ্রামে মৌসুমি কাঁচা মালের ব্যাবসা করে ।
ভ্রাম্যমান আদালতের পরিচালক উপজেলা ভূমি কর্মকর্তা সুখময় সরকার জানান, বিষাক্ত কেমিকেল দিয়ে কাচা কলা পাকা করণের দায়ে ভোক্তা অধিকার আইনে ব্যবসায়ী মহিদুলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মেহেরপুরে ডেঙ্গু সচেতনাতা সৃষ্ঠির লক্ষে আলোচনা সভা
মেহেরপুর প্রতিনিধি :: ডেঙ্গু সম্পর্কে সচেতনাতা সৃষ্ঠির লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক ও বালিকা বিদ্যালয় মিলনায়তনে এ সচেতনাতা মূলক লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীন, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিছুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
মেহেরপুরের বামন্দীতে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক আহত
মেহেরপুর প্রতিনিধি :: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীতে গরু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মিন্টু মিয়া নামের এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
আজ সোমবার সকালে বামন্দীর কিবরিয়া ফিলিং স্টেশন থেকে পেট্রোল নিয়ে রাস্তায় উঠার সময় ট্রাকের সাথে সংঘর্ষ হয় এসময় তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় ।
মিন্টু মিয়া গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। সে একটি বাড়ি একটি খামার প্রকল্পে গাংনীতে কর্মরত রয়েছেন । তার এক পা ভেঙে গেছে। বর্তমানে সে বামন্দীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
মুজিবনগরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা
মেহেরপুর প্রতিনিধি :: আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস,উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান প্রমুখ।
এসময় সেখানে সরকারী কর্মকর্তা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করা হয়।