বৃহস্পতিবার ● ৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ
ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ
বান্দরবান প্রতিনিধি :: একদিকে আওয়ামী লীগ নেতা অন্যদিকে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পরিচয়ে ক্ষমতার দাপট দেখিয়ে প্রকাশ্য বর্তমান সরকারের গ্রাম পর্যায়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বরাদ্দকৃত অর্থায়নে পার্বত্য জেলা পরিষদের নির্মিত ইট সলিং রাস্তার ইট তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গত (৭ আগস্ট) বুধবার সকালে সদর উপজেলার লেমুঝিরি এলাকায় খেয়াং ছাত্রাবাসের জন্য নির্মিত ব্রিক সলিং রাস্তা থেকে এ ইট তুলে নেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জামাল চৌধুরী।
স্থানীয়রা জানান, বান্দরবান সদর উপজেলার লেমুঝিরি এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত খেয়াং হোস্টেলের সামনে ২০ লাখ টাকা ব্যয়ে ছাত্রদের হোস্টেলে যাওয়ার জন্য ২০১৮ সালে ৪০০ মিটার ব্রিক সলিং রাস্তা নির্মাণ করা হয়। বুধবার (৭ আগস্ট) সকালে ওই কাজের ঠিকাদার সিকিউরিটি বিল উত্তোলনের জন্য রাস্তার ছবি তুলতে গিয়ে দেখেন রাস্তা থেকে কয়েকজন শ্রমিক ইট তুলে নিচ্ছে। পরে ঠিকাদার জানতে চাইলে শ্রমিকরা বলে জামাল চৌধুরি ইট গুলো তুলে ফেলতে বলেছে।
এ বিষয়ে বালাঘাটার সাব ঠিকাদার আব্দুল মোমেন জানিয়েছেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে প্রায় এক বছর আগে আমরা এই ব্রিক সলিং রাস্তাটি নির্মাণ করেছি। নির্মাণ কাজের শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করে জেলা পরিষদকে বুঝিয়ে দিয়েছি। আজ এক বছর পরে কাজের সিকিউরিটি বিল উত্তোলনের জন্য ছবি তুলতে এসে দেখি সন্ত্রাসী কায়দায় শ্রমিক দিয়ে রাস্তার ইট গুলো তুলে ফেলা হচ্ছে। রাস্তার ইট তুলে নেয়ায় আমাদের সিকিউরিটি বিলও আটকে যেতে পারে। আমাদের পক্ষ থেকে বিষয়টি জেলা পরিষদে অবহিত করেছি। আশা করি জেলা পরিষদ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, এই বিষয়ে জানতে সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল চৌধুরীর মুঠোফোনে বেশ কয়েকবার কল করে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান দৈনিক অধিকারকে বলেন, এক বছর আগে জেলা পরিষদের অর্থায়নে নির্মিত ইট সলিং রাস্তার ইট তুলে নেয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। রাস্তাটি আমর ইঞ্জিনিয়াররা পরিদর্শন করেছেন। ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী রাস্তার ইট তুলে নেয়া সরকার ও রাষ্ট্রবিরোধী অপরাধের শামিল। এ ব্যাপারে আমার প্রকৌশলীদের বান্দরবান সদর থানায় আজকে মামলা দায়ের করতে বলা হয়েছে। তার বিরোদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।