শুক্রবার ● ৯ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
বান্দরবান প্রতিনিধি :: “আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন” এ শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ শুক্রবার ৯ আগস্ট সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে বান্দরবান রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অরুণ সার্কি টাউনহলে এসে সমবেত হয়।
আদিবাসী উদযাপন কমিটির আহবায়ক লেলুং খুমী এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চ প্রু মাষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালী ও আলোচনা সভার অনুষ্ঠান উদ্বোধন করেন। অনুষ্ঠান শেষে টাউন হলে ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভানেত্রী ড নাই প্রু নেলী, আলোচক জুমলিয়াম অমলাই, অং চ মংসহ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শতশত ছাত্র-ছাত্রীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিপন্নপ্রায় আদিবাসী ভাষাগুলো পুনরুজ্জীবিতকরণ ও সংরক্ষণ, প্রাথমিক শিক্ষানীতি ২০১৯ এর ১৮, ১৯ ও ২০নং ধারা যথাযথ বাস্তবায়ন, পার্বত্য ভুমি কমিশনকে কার্যকরি করে গড়েতোলা, একটি জাতীয় আদিবাসী কমিশন গঠন এবং সর্বপরি পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানানো হয়।
রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন
রাঙামাটি :: আদিবাসী ভাষা চর্চা ও সংরক্ষণে এগিয়ে আসুন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটিতে আন্তর্জাতিক আদিবাসী দিবসে আজ শুক্রবার সকালে রাঙামাটি পৌর প্রাঙ্গণে সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয় ।
দিবসটি উপলক্ষে ব্যাপক কর্মসূচি পালন করছে । বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্ত্বে সকালে কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পিসিজেএসএস নেতা সাবেক সাংসদ ঊষাতন তালুকদার ও চাকমা সার্কেলের রাণী য়েন য়েন ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি ও রাঙামাটি স্থানীয় সরকার পরিষদের সাবেক চেয়ারম্যান গৌতম দেওয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার দেবাশীষ রায়ের স্ত্রী রাণী য়েন য়েন।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সভাপতি দীননাথ তঞ্চঙ্গ্যা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা. শিব প্রসাদ মিশ্র ও উন্নয়ন কর্মী নাই প্রু মারমাসহ (মেরি) প্রমূখ।
বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন, বাংলাদেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।
আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের রাজবাড়ি গিয়ে শেষ হয়। র্যালীতে হাজার-হাজার আদিবাসী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।