বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » অনলাইন পত্রিকা নিবন্ধনের তারিখ শেষ হচ্ছে ৩১ জানুয়ারী
অনলাইন পত্রিকা নিবন্ধনের তারিখ শেষ হচ্ছে ৩১ জানুয়ারী
নিজস্ব প্রতিনিধি :: আগামী ৩১ জানুয়ারী শেষ হচ্ছে অনলাইন পত্রিকা নিবন্ধনের তারিখ । ইতোমধ্যে যারা অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য মন্ত্রণালয়ে কাগজ পত্র জমা দিয়েছেন তাদের কাগজপত্র প্রাথমিক যাচাই-বাচাই শুরু হয়েছে ।
তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল একটি সুত্রে জানা গেছে এ পর্যন্ত হাজারোর্ধ অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য আবেদন করেছে । ওই সুত্র আরো জানিয়েছে প্রিন্ট মিডিয়ার অনলাইন ভার্সনও নিবন্ধিত হতে হবে। শুধুমাত্র ই-পেপার নিবন্ধনের আওতায় আসবে না । যে সকল অনলাইন পত্রিকার কাগজপত্র সঠিক পাওয়া যাবে সে গুলো বাছাই শেষে সরকারের গোয়েন্দা সংস্থার কাছে পাঠানো হবে। ৩১ জানুয়ারীর পর নিবন্ধনের তারিখ পেছানোর কোন সম্ভবনা নেই বলে ওই সুত্র জানায়।
এদিকে জাতীয় অলাইন প্রেসক্লাবের সভাপতি ড.মু. জানে আলম রাবিদ ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন আগ্রহী পোর্টাল মালিকদের পোর্টাল নিবন্ধিত হওয়ার ব্যাপারে ৩১ জানুয়ারীর মধ্যে কাগজপত্র জমা দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ৩১ জানুয়ারীর পর সময় বাড়ানোর জন্য সংগঠনের পক্ষ থেকে আর কোন আবেদন করা হবে না বলে
জানান নেতৃদ্বয় ।
উল্লেখ্য তথ্য মন্ত্রণালয় অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য ২০১৫ সালের ১৫ ডিসেম্বর তারিখ নির্ধারণ করে । গত ১লা ডিসেম্বর তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৫ নিয়ে সরকারি-বে-সরকারি ও স্টেকহোল্ডারদের সমন্বয় সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর মৌখিক দাবি জানান বনপা’র সভাপতি শামসুল আলম স্বপন । পাশাপাশি তিনি তথ্য সচিব মর্তুজা আহমেদকে বনপা’র পক্ষ থেকে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের তারিখ পেছানোর দাবি জানিয়ে চিঠি দেন।