মঙ্গলবার ● ১৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিজেএসএস ২ নেতা হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ
পিসিজেএসএস ২ নেতা হত্যার প্রতিবাদে মহালছড়িতে বিক্ষোভ
মহালছড়ি প্রতিনিধি :: রাঙামাটি জেলার বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী-এম এন লারমা) সমর্থিত যুব সমিতির ২ কেন্দ্রীয় নেতা হত্যার ঘটনার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে এম এন লারমা পন্থি পার্বত্যচট্টগ্রাম যুব সমিতি বিক্ষোভ মিছিল করেছে ।
আজ ১৩ আগষ্ট মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় মহালছড়ি ব্রিজ পাড়া হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহালছড়ি সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহালছড়ির কলাবাজারে এসে বিক্ষোভ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় সতেজ চাকমার সঞ্চালনায় যুব সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি রতন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিজেএসএস এর খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, আদিবাসী শ্রমজীবি কল্যাণ সমিতির চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি রমেল চাকমা, পিসিজেএসএস মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মিলন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সাধারন সম্পাদক সুভাষ চাকমা প্রমূখ।
বক্তব্যে পার্বত্যচট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও যুব সমিতির সদস্য এনো চাকমাকে হত্যার ঘটনায় সন্তুু লারমা পন্থী পিসিজেএসএসকে দায়ী করে নেতৃবৃন্দরা বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের আন্দোলনকে ধ্বংস করার জন্য সরকারের একটি কায়েমী স্বার্থবাদী মহলের প্রত্যক্ষ মদদে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা সমর্থিত পিসিজেএসএস স্বাধীনতা যুদ্ধের সময়কালের পাকিস্তানি হানাদার বাহিনীর সৃষ্ট রাজাকার-আলবদর বাহিনীর মতো আন্দোলনকারীদের হত্যা করছে।
বক্তারা সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সন্তু লারমা পন্থী পিসিজেএসএস এর সন্ত্রাসীরা প্রশাসনের নাকের ডগায় থেকে একের পর এক খুন, অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকা- চালালেও তাদের বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। উপরন্তু প্রত্যক্ষ সহযোগিতা দিয়ে এসব সন্ত্রাসী কর্মকা- চালাতে তাদের উৎসাহিত করা হচ্ছে, যা চরম উদ্বেগজনক ও নিন্দনীয়।
বক্তব্যে নেতৃবৃন্দরা আরো অবিলম্বে শতসিদ্ধি চাকমা ও এনো চাকমার খুনী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ১১ আগষ্ট রবিবার দিবাগত রাতে রাঙামাটি জেলার বাঘাইছড়ির বাবুপাড়াতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (সংস্কারপন্থী নামে পরিচিত এম এন লারমা পন্থি) সমর্থিত পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় ২ নেতা শতসিদ্ধি চাকমা ও এনো চাকমাকে ব্রাশ ফায়ার করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তখন ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।