বুধবার ● ১৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ বুধবার ১৪ আগস্ট বিকালে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর ঘুমধুম বড়ুয়া এলাকার বকূর বড়ুয়ার স্ত্রী স্বামীর সাথে অভিমান করে উখিয়া উপজেলার রাজাপালংস্থ বাপের বাড়িতে চলে যায়। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করলে মঙ্গলবার দুপুরে তিনি মারা যায়। কি কারণে এই গৃহবধূর মৃত্যু হয়েছে তা নিয়ে এলাকায় জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে বকূল বড়ুয়া তার স্ত্রীকে মানষিক ও শারিরিক ভাবে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে বকুল বড়ুয়াসহ তার পরিবারের সদস্য মিলে তাকে সোমবার শারিরিক ভাবে নির্যাতন করে।
পরে খবর পেয়ে গৃহবধুর বাপের বাড়ির লোকজন এসে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কিন্তু এ বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন গৃহবধূর স্বামীর পরিবার। তবে আসল ঘটনার রহস্য বের করার দায়িত্ব পুলিশের বলে মনে করেন স্থানীয় মহল।
নাইক্ষ্যংছড়ির ঘুমধুম তদন্ত ফাড়ির অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমন চৌধুরী বলেন, গৃহবধূটি বাপের বাড়িতে স্ট্রোক করে মারা গেছে বলে স্বামীর পরিবার দাবি করে আসছে। তবে কি কারণে স্ট্রোক করেছে তা এখনো নিশ্চিত করে বলতে পারছিনা। এছাড়াও অন্য কোন কারণে মৃত্যু হয়ে থাকলেও এখনো পর্যন্ত কোন পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।