শুক্রবার ● ১৬ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বৃক্ষ রোপন
আলীকদমে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে বৃক্ষ রোপন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বঙ্গবন্ধু ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপন করেছে আলীকদম ইসলামিয়া দাখিল মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। আজ শুক্রবার বিকেল তিন ঘটিকায় আলীকদম পোয়ামুহুরী সড়কের মাতামাহুরী ব্রীজ সংলগ্ন রাস্তার দুপাশে এসব বৃক্ষ রোপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, বাংলাদেশ আওয়ামী লীগ আলকিদম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ধুংড়ি মারমা, প্যানেল চেয়ারম্যান (নয়াপাড়া ইউনিয়ন) নুরুল আমিন, আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, চ্যানেল আই বান্দরবান জেলা প্রতিনিধি এসএম ইসমাইল হাসান, আলীকদম উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌরভ পাল ডালিম, সাধারণ সম্পাদক মো. সোহেল, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মো. সোয়াইব ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান।
এসময় শিক্ষায় বন পরিবেশ, আধুনিক বাংলাদেশ ও আমার বায়ু আমার মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি” এসব স্লোগান দিয়ে ছাত্র-ছাত্রীরা আলীকদম সেনানিবাস মোড় থেকে মাতামুহুরী ব্রীজ পর্যন্ত বর্ণাঢ্য র্যালি করে এবং সেখান থেকে বৃক্ষ রোপন শুরু করে।