![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
শনিবার ● ১৭ আগস্ট ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে উদ্বিগ্ন জানিয়েছে জাতিসংঘ
বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে উদ্বিগ্ন জানিয়েছে জাতিসংঘ
বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন ও দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের কমিটি এগেইনস্ট টর্চার।
শনিবার ঢাকায় পাওয়া খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার জেনেভা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এ উদ্বেগ জানিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে সরকারের ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশে স্বেচ্ছাচারী ভাবে আটক, অজ্ঞাত স্থানে বন্দি, গুম, সাম্প্রতিক নির্বাচন ও জনগণের বিক্ষোভ সমাবেশে অতিমাত্রায় বল প্রয়োগের ঘটনার বিষয়েও কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে জেলগুলোতে অপর্যাপ্ত ব্যবস্থা, নারীর প্রতি সহিংসতা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর নিপীড়নের বিষয়েও উদ্বেগ জানান হয়েছে প্রতিবেদনে।
কমিটির সুপারিশে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে বলতে হবে, যে কোনো পরিস্থিতিতে নির্যাতনকে মানা হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আনা অভিযোগ সমূহের স্বাধীন তদন্তের দাবি জানিয়ে সংস্থাটি দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে। উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের কনভেনশন এগেইনস্ট টর্চার এর একটি স্বাক্ষর দাতা দেশ। সূত্র : ভয়েস অব আমেরিকা