![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কৃষি » ঈশ্বরদীতে কৃষি খামার পরিদর্শনে মহাপরিচালক
ঈশ্বরদীতে কৃষি খামার পরিদর্শনে মহাপরিচালক
ঈশ্বরদী প্রতিনিধি :: মা-মণি কৃষি খামারে উৎপাদিত জীবন্ত নিদর্শন শরিফা ফল এবং কৃষি ইন্ডাস্ট্রিয়াল পেঁপে বাদশার মত কিছু মানুষ সৃষ্টি করতে পারলেই দেশের উন্নয়ন করা সহজ হবে বলে মন্তব্য করেছেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কেবিডি মীর নুরুল অলম। আজ রবিবার সকালে ঈশ্বরদীস্থ কৃষি ইন্ডাষ্টিয়াল পেঁপে বাদশার ৬০ একর জমির উপর গড়ে তোলা ৬২ জাতের উদ্যান,মসলা ও দানা জাতীয় ফসলের খামার পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। রাষ্ট্রপতি পদকসহ একাধিক জাতীয় পদক প্রাপ্ত শাজাহান আলী বাদশার সভাপতিত্বে অতিরিক্ত পরিচালক আরশেদ আলী,অতিরিক্ত উপ-পরিচালক ড.এস,এম,হাসানুজ্জামান, হার্টিকালচারের উপ-পরিচালক কে.জে.এম.আবুল আওয়াল ও ঈশ্বরদীর কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল লতিফসহ অন্য কৃষকরা বক্তব্য দেন।