![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » পরীক্ষা চলাকালীন বিদ্যালয় ছেড়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন শিক্ষক জয়নব আরা
পরীক্ষা চলাকালীন বিদ্যালয় ছেড়ে আড্ডা দিয়ে বেড়াচ্ছেন শিক্ষক জয়নব আরা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ে উপস্থিত না থেকে বিভিন্ন স্থানে আড্ডা দিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছে আলীকদম উপজেলার অসথু ত্রিপুরা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নব আরা বেগমের বিরুদ্ধে। এমন তথ্যের ভিত্তিতে আজ রবিবার দুপুর বারটায় এ প্রতিনিধি সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষককে দেখতে পাননি। এছাড়া বিদ্যালয়ের হাজিরাখাতায়ও তার সাক্ষর নেই। খবর নিয়ে জানা যায় জয়নব আরা বেগম সেই সময় আলীকদম প্রেসক্লাবে গিয়ে আড্ডায় ব্যস্ত।
এবিষয়ে আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দর নুরীকে মোবাইল ফোনে জানালে তিনি তাৎক্ষনাত বিষয়টি এড়িয়ে গিয়ে শিক্ষক জয়নব আরার সাথে মোবাইলে যোগাযোগ করলে শিক্ষক জয়নব আরা বেগম সাথে সাথে প্রেসক্লাব থেকে বের হয়ে বিদ্যালয়ে উপস্থিত হন। ঘটনার সত্যতা নিশ্চিত করতে শিক্ষক জয়নব আরা বেগমের প্রেসক্লাব থেকে বের হওয়ার ভিডিও ধারণ করেছে নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক। এবিষয়ে শিক্ষক জয়নব আরা বেগমকে বহুবার মোবাইলে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার ইস্কান্দর নুরী বলেন, বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয় ফাঁকি দেওয়ার কোন সুযোগ নেই। যদি এমন ঘটনা ঘটে থাকে তবে তদন্ত করে প্রয়োাজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।