রবিবার ● ১৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ঢাকা » ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা
ফেসবুকে যুক্ত হলো চাকমা ভাষা
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি ভাষা হিসেবে বাংলার পাশাপাশি যুক্ত করা হয়েছে চাকমা ভাষা।
ফেসবুকে চাকমা ভাষা যুক্ত করতে দীর্ঘদিন থেকে কাজ করেছেন জ্যোতি চাকমা। বছরখানেক আগে ফেসবুককে নিজেদের ভাষা যুক্ত করতে অনুরোধ করে লিখিত আবেদন করেন তিনি। এরপর চাকমা ভাষাকে যুক্ত করে ফেসবুক কর্তৃপক্ষ।
বাংলাদেশ, ভারতসহ বিশ্বের অন্যান্য দেশ মিলিয়ে অন্তত ১০ থেকে ১৫ লাখ চাকমা ফেসবুক ব্যবহারকারী রয়েছে। ফেসবুকে চাকমা যোগ হওয়ায় এখন থেকে চাকমা ভাষায় পোস্ট, মন্তব্য করা যাবে।
ফেসবুকের দেয়া এ স্বীকৃতি চাকমা সম্প্রদায়ের জন্যে বেশ আনন্দের খবর বলে উচ্ছ্বাস প্রকাশ করেন জ্যোতি চাকমা। তিনি বলেন, ফেসবুক সাম্প্রতিক এই আপডেট আমাদের জানায়নি। আমরা নিজেরাই এটা দেখতে পাই। গুগল ট্রান্সলেটে চাকমা ভাষা যুক্ত করার ব্যাপারেও এখন আমরা কাজ করছি যাচ্ছি বলে জানান তিনি।
এটি ব্যবহার করতে আগে ফেসবুকে ভাষাটি সেট করে নিতে হবে। ব্যবহারকারী নিজের হোম পেজ থেকে উপরের ডান দিকের টুলবার থেকে সেটিং অপশনে যেতে হবে। সেখানে ক্লিক করলে বাম দিকে আরো অনেক অপশন আসবে। সেখান থেকে ‘ল্যাঙ্গুয়েজ এন্ড রিজিয়ন’ অপশন আসবে। সেখানে ক্লিক করলে ডান দিকে রিজিয়ন অপশন আসবে। ওই স্থানে এডিটে ক্লিক করলে বাংলাদেশি হিসেবে দুটি ভাষা দেখাবে। একটি বাংলা, অন্যটি চাকমা। আগ্রহীদের চাকমা ভাষাটি সিলেক্ট করতে হবে। এর মাধ্যমে চাইলেই চাকমা ভাষায় যে কোনো পোস্ট, মন্তব্য শেয়ার করা যাবে অনায়াসে।





গ্লোরি রেসিডেন্স হোটেল এর সফটওয়্যার লঞ্চিং এর উদ্বোধন
নির্বাচন ও গণভোট বানচালে নানা অপতৎপরতা চলছে
তামাক নিয়ন্ত্রণ : বৈশ্বিক প্রতিশ্রুতি পূরণে এগিয়ে বাংলাদেশ, আইন সংশোধনের দাবি
১২ ডিসেম্বর থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করা যাবে
আগামী নির্বাচনে টাকার খেলা বন্ধ করতে হবে
গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কের দায়িত্বে সাইফুল হক
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের কোন বিকল্প নেই
যমুনা অভিমুখী বামপন্থীদের মিছিলে পুলিশী হামলা ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির তীব্র নিন্দা
ডিসি ও ইউএনওকে রিটার্নি কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না