বুধবার ● ২১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে তিন জীপ চালককে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবানে তিন জীপ চালককে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের রুমায় অস্ত্রের মুখে ৩ জীপ চালককে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বাঙালি ছাত্র পরিষদ ও সচেতন নাগরিক সমাজ। আজ বুধবার ২১ আগস্ট সকাল সাড়ে ১০ টায় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবিতে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এসময় একটি মিছিলটি বান্দরবান শহরস্থ হোটেল হিলবার্ড এর সামনে থেকে শুরু হয়ে বান্দরবান শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এসে সমবেত হয়। পরে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ বক্তারা বলেন, বান্দরবান বাসীর নিরাপত্তা, রুমায় অপহরণ,রাঙামাটির রাজস্থলীতে সেনা সদস্য হত্যা ঘটনায় পাহাড়ী সন্ত্রাসীদের শাস্তির দাবি, বৈষম্যহীন প্রশাসন গঠণ, পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহারকৃত সেনাক্যাম্প গুলো পুনঃস্থাপন করার দাবিসহ অপহৃতদের ছেড়ে না দিলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
এসময় মিছিল ও প্রতিবাদ সমাবেশে বাঙালি ছাত্র পরিষদের আহবায়ক মিজানুর রহমান আকন্দ এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সচিব আব্দুল ওহাব, কর্ণেল (অবঃ) এস এম আইয়্যুব, সাবেক জেলা আওয়ামীলীগ সেক্রেটারী কাজী মুজিবুর রহমানসহ বিভিন্ন এলাকা থেকে আগত হাজার অয়েক নারী ও পুরুষ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন।
লামায় বৃদ্ধ নারীর লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামা উপজেলায় সায়েরা খাতুন (৬০) নামের এক বৃদ্ধ নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার সদর ইউনিয়নের ওপর দিয়ে বয়ে চলা মাতামুহুরী নদীর মেউলার চর এলাকা থেকে আজ বুধবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। সায়েরা খাতুন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমুবিলছড়ি ইউনিয়নের পানিস্যা বিলের বাসিন্দা মৃত নজির আহমদের স্ত্রী।
সূত্র জানায়, মাতামুহুরী নদীর মেউলারচর এলাকায় বুধবার দুপুর ১২টার দিকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা সায়েরা খাতুনের লাশ উদ্ধার করেন।
এ বিষয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক খালেদ মোশারফ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সায়েরা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত মঙ্গলবার বিকাল থেকে নিখোজ হন সায়েরা খাতুন।
বৃদ্ধ নারীর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর মর্গে পাঠানো হয়েছে।