শুক্রবার ● ২৩ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
আলীকদমে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আজ শুভ জন্মাষ্টমী সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারো আলীকদমে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও পূজাসহ নানান কর্মসূচি পালিত হচ্ছে। হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। হিন্দু ধর্মালম্বীদের বিশ্বাস পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন বলে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন।
আজ শুক্রবার সকাল ১০টায় জন্মাষ্টমী শোভাযাত্রা আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরের সামনে থেকে শুরু হয়ে উপজেলাধীন প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. সায়েদ ইকবাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলীকদম থানা অফিসার ইনচার্জ (ওসি) কাজী রকিব উদ্দিন, ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন, ৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, আলীকদম উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংরি মং মারমা ও আলীকদম কেন্দ্রীয় হরি মন্দিরের সভাপতি ঝুলন পাল প্রমূখ।