শনিবার ● ২৪ আগস্ট ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » জালালাবাদ হোমিওপ্যাথি এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
জালালাবাদ হোমিওপ্যাথি এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী
সিলেট প্রতিনিধি :: হোমিওপ্যাথি ডাক্তারদের সংগঠন জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী গতকাল শুক্রবার (২৩ আগষ্ট) নগরীর জেল রোডে এক তারকা হোটেলের হলরুমে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অনুষ্টিত হয়েছে। উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্টানে লাঞ্চপার্টি ও সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়।
জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. আবুল হাসান চৌধুরী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. এম এস আর জাহিদ ও সাংগঠনিক সম্পাদক ডা.এম কে খানের যৌথ সঞ্চালনায় অনুষ্টিতব্য পুনর্মিলনীতে শুরুকে কুরআন থেকে তেলাওয়াত করেন ডা. ফাহাদ বিন আবদুল আজিজ।
সাইন্টিফিক সেমিনারে মূখ্য আলোচক ছিলেন, মালোয়িশিয়া থেকে মোবাইল রেডিয়েশনের উপর পিএইডি করা ড. মো. রহিমুল্লাহ মিয়া।
এছাড়া অনুষ্টানে বক্তব্য রাখেন, এসোসিয়েশনের উপদেষ্টা সাবেক ড্রাগ সুপার ডা.আব্দুল জলিল চৌধুরী, অধ্যাপক ডা. নুরুন্নাহার মজুমদার, সহ-সভাপতি ডা. শফিকুল ইসলাম, ডা. আব্দুল মালেক, ডা. আবুল হোসেন, ডা. লোকমান হেকিম, সিলেট সরকারি ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক ডা. আক্তার হোসেন, প্রবীণ চিকিৎসক ডা. আব্দুর রহমান, ডা. আমেনা আক্তার, ডা. হালিমা বেগম, ডা. বুশরাতুত তানিয় ও ডা. গোলাম কিবরিয়া।
ড.রহিমুল্লাহ তার আলোচনায় প্রজেক্টরের মাধ্যমে মোবাইল রেডিয়েশনের নানান দিক, সমকালীন প্রেক্ষাপট এবং চিকিৎসা বিজ্ঞানের সাথে তুলনামূলক তথ্য উপাত্ত উপস্থাপন করে বক্তব্য রাখেন। সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্টান নবীন প্রবীণ চিকিৎসক এবং মেডিকেল শিক্ষার্থীদের মিলমেলায় মুখরিত হয়ে ওঠে।
অনুষ্টানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক মুনশী ইকবাল, হাবিবুর রহমান, নন্দন দাস, শাকিল আহমেদ, জাফরুল আহমেদ, আকাশ, আব্দুল কুদ্দুস, শাহিন আহমদ, সায়েম আহমদ, হাফিজুর রহমান, আজিজুর রহমান ও আলামিন, রহিমা রাহী প্রমুখ।