রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » কুমিল্লা » কুমিল্লা গোমতি নদীর পাড় থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার
কুমিল্লা গোমতি নদীর পাড় থেকে বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার
রাউজান (উত্তর) প্রতিনিধি :: আজ রবিবার ২৫ আগস্ট কুমিল্লা রেল লাইন গোমতি নদীর পাড়ে এক বৌদ্ধ ভিক্ষুর লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের সাথে প্রাপ্ত ভোটার আইডি কার্ড অনুসারে তাঁর নাম শুদ্ধো বিকাশ চাকমা (৭৪), পিতা মৃত ভারত চন্দ্র চাকমা, মাতা- মৃত কুসম চাকমা। ভোটার কার্ডের তথ্যমতে ভিক্ষুটির ঠিকানা বিজিতলা, খাগড়াছড়ি সদরের বাসিন্দা বলে জানা গেছে।
ভিক্ষুটির মাথায় বড় ধরনের আঘাত করা হয়েছে। ধারনা করা হচ্ছে বৌদ্ধ ভিক্ষুটিকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে ভিক্ষুটির নাম অমৃতানন্দ ভিক্ষু । চলিত বর্ষাবাসের আগে চট্টগ্রামে, দক্ষিন চাঁনগাও স্বধর্ম রত্ন বৌদ্ধ বিহারে থাকতেন। কিন্তু বর্ষাবাসের শুরুতে সেখান থেকে চলে গিয়ে কোথায় বর্ষাবাস যাপন করেছে জানা যায়নি। ভোটার আইডি কার্ড তথ্যমতে ভিক্ষুটির ঠিকানা গ্রাম: বিজিতলা, খাগড়াছড়ি সদর,জেলা: খাগড়াছড়ি বাসিন্দা। অমৃতানন্দ ভিক্ষু বুদ্ধগয়া তীর্থ ভ্রমণে যাওয়ার জন্য পাসপোর্ট করতে ভোটার আইডি কার্ডে উল্লেখিত ঠিকানা ব্যবহার করেছে। কিন্তু ভিক্ষুর আসল বাড়ি রাঙামাটির শিজক দোর, মারিশ্য উপজেলায় বলে জানা হেছে। ভিক্ষুর লাশটি নিয়ে আসার জন্য ভদন্ত সুগতলংকার স্থবির নেতৃত্বে পার্বত্য ভিক্ষুসংঘের একটি টিম কুমিল্লায় গেছেন বলে পার্বত্য ভিক্ষুসংঘ সূত্র জানায়।