বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » জাতীয় » সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব
সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা সম্ভব
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো.মঈন উদ্দিন বলেছেন, সরকার জনগণকে তদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে৷ তাই সেবার মাধ্যমে জনগনের আস্থা অর্জন সম্ভব৷ তৃণমৃল পর্যায়ে ভূমি সংক্রান্ত বিষয়ে সেবা নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কজ করতে হবে৷ সরকার আমাদের বেতন বৃদ্ধি করেছে নিরলস কাজ করার জন্যে৷ যারফলে মানুষকে হয়রানি না করে তাদের সেবা বাড়াতে হবে৷
তিনি ১৪ জানুয়ারী বৃহস্পতিবার বেলা ১টায় বিশ্বনাথ উপজেলা ভূমি অফিস পরিদর্শন ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিষদের হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন৷
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আসাদুল হকের পরিচালনায় ও সহকারি কমিশনার (ভূমি) রুহুল আমীনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান মন্ত্রির এটুআই প্রোগ্রামের সমন্বয়ক মানিক মাহমুদ,ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মাহবুবুর রহমান ভূঁইয়া, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আইসিটি নুরম্নল ইসলাম, যুবউন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক, সমবায় অধিদপ্তরের উপ-পরিচালক জেবুন নাহার৷
বক্তব্য রাখেন উপেেজলা কৃষি কর্মকর্তা আলী নূর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, সমবায় কর্মকর্তা শাহজাহন, পলস্নী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু৷
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়মান হোসেন, শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস, মত্স্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক, মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার, প্রকৌশলী সহকারি কর্মকর্তা আবদুস শহিদ, ভূমি অফিসের কানুনগো ইসমাইল হোসেন, সাংবাদিক জাহঙ্গীর আলম খায়ের, আশিক আলী,অসিত রঞ্জন দেব, শফিকুল ইসলাম সফিক প্রমুখ৷