![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৫ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম » মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: আজ রবিবার ২৫ আগস্ট মা সমাবেশের মাধ্যমে রাঙ্গুনিয়ার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।
সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহ শাওনের সঞ্চালনায় মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শায়লা শরমিন।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম ও পারভীন আকতার।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে এস মাহান, দিলুয়ারা বেগম, সায়মা আকতার, বিবি আমেনা, প্রিয়াংকা বড়ুয়া, নুসরাত সুলতানা ও বর্ণা মুৎসুদ্দী প্রমুখ। অভিভাবকদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান শেষে ফলাফল বিবরণী বিতরণ করা হয়।