বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » বিদ্যুৎ -জ্বালানি » পাবনায় ৭দফা দাবিতে তেল-গ্যাস, জাতীয় কমিটির আলোচনা সভা
পাবনায় ৭দফা দাবিতে তেল-গ্যাস, জাতীয় কমিটির আলোচনা সভা
পাবনা প্রতিনিধি :: সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিলসহ ৭দফা দাবিতে আগামী ১০ থেকে ১৫ মার্চ ঢাকাসহ সারাদেশ থেকে সুন্দরবন অভিমুখে কেন্দ্র ঘোষিত লংমার্চ অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে গত বৃহস্পতিবার বিকেল ৪টায় তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি পাবনা জেলা শাখার উদ্যোগে খেয়াঘাট রোডস্থ পাবনা ভবনের জাতীয় গণফ্রন্ট পাবনা জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷
সংগঠনের পাবনা জেলা কমিটির আহবায়ক হাসিবুর রহমান হাসুর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবদুল জব্বারের সঞ্চালনায় কেন্দ্রীয় অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক টিপু বিশ্বাস, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী কলো্লল মোস্তফা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল কাফী রতন, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা জুলহাস নাইন বাবু এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা নব কুমার কর্মকার৷ আলোচনা সভায় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, বাসদের পাবনা জেলা কমিটির আহবায়ক গোলাম রব্বানী, জাতীয় গণফ্রন্টের পাবনা জেলা কমিটির সদস্য মাহাতাব উদ্দিন, আব্দুল কুদ্দুস এবং গণসংহতি আন্দোনের পাবনা জেলা নেতা কামরুল হাসান লিটন৷
আলোচনা সভায় নেতৃবৃন্দ রামপাল বিদ্যেুৎ কেন্দ্র নির্মাণে সরকারের একতরফা সিদ্ধান্তের তীব্র নিন্দা জানানো হয় এবং দেশের পরিবেশ রক্ষায় সুন্দরবন বিনাশী প্রকল্পসহ গণবিরোধী পদক্ষেপ গ্রহণ থেকে সরকারকে বিরত থাকার জোর দাবী জানানো হয়৷ এছাড়াও সভায় কতিপয় সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়৷