বৃহস্পতিবার ● ১৪ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » অপরাধ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তিতে আমন্ত্রিত অতিথিদের নিন্মমানের খাওয়ার পরিবেশন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তিতে আমন্ত্রিত অতিথিদের নিন্মমানের খাওয়ার পরিবেশন
ষ্টাফ রিপোর্টার :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তি উদযাপন উপলক্ষে বৃহসপতিবার ১৪ জানুয়ারী ২০১৬ অনুষ্ঠান সূচি ও কর্মসূতিতে ৮টায় কাপ্তাই সুইডেন পলিটেকনিক্যাল থেকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয় পর্যন্ত মাউন্টেন বাইক প্রতিযোগিতা ,রাঙামাটি পৌরসভা চত্বর থেকে রাঙামাটি নিউ মার্কেট পর্যন্ত সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন ইত্যাদি৷
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধ্যাহৃ ভোজে তিন পার্বত্য জেলার বিশিষ্টজনদের আমন্ত্রন জানানো হয়৷
পত্রে স্বাক্ষর নীছে লিখা নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড৷
আমন্ত্রিত অতিথিদের ভিতর কেবল মাত্র ভিআইপি অতিথি ছাড়া বাদ বাকি অতিথিদের মধ্যে ১টি করে আধা লিটারের পানি সরবারাহ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দুর দুরান্ত থেকে আগত অতিথিদের কাছে দেয়া কাগজের খাওয়া প্যাকেটে যা যা ছিল ; ১ টুকরা লেবু,১ টুকরা শশা,১ টুকরা গাজর,১টি ডিম, ১ টুকরা শক্ত মুরগীর মাংস, ১ চামুচ ঝোল ও ১বাটি পরিমান পোলাও ভাত যা খাওয়ার অযোগ্য বাসী ও দুরগন্ধযুক্ত৷
আমন্ত্রিত অতিথিদের ভিতর থেকে জানান ডাক ঢোল পিটিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মধ্যাহৃ ভোজে যা খেলাম তা আগামী আরো ৪০ বছর মনে থাকবে৷ মুরগীর মাংস গুলি দাঁত দিয়ে টানে ছেঁড়া যায় না, পোলাও ভাত গুলি খাওয়ার অযোগ্য অথচ যে ভাবে ভিআইপি নিয়মে দাওয়াত দেয়া হয়েছে মনে হয় উন্নয়নের জোয়ার ভয়ে গেছে৷
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ১জন কর্মকর্তা তার নাম প্রকাশ না করার শর্তে জানান অতিথিদের মাঝে এসব বাজে খাওয়ার সরবারাহের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ দায়ী, তিনি অনেক ক্ষমতাবান ব্যাক্তি,করার মত কিছুই নাই, এসব খাওয়ার তো আমাদেরকেও খেতে হবে৷ ভাইস চেয়ারম্যান তার স্বজন প্রীতির লোকজনদের দিয়ে এসব ন্মিমানের খাওয়ার অর্ডার দেওয়াতে খাওয়ারের এমন দুর অবস্থা৷
অতি নিন্ম মানের খাওয়া অতিথিদের কেউ কেউ গালা দিয়ে নামাতে কষ্ট হয়েছে৷ আবার কেউ কেউ খাওয়ারের অবস্থা এতটাই কারাপ ছিলো খেতে না পেয়ে যত্রতত্র খাওয়ার প্যাকেট ফেলে দিতে দেখা গেছে৷
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডে আমন্ত্রিত অতিথিদের নিন্মমানের খাওয়ার পরিবেশন করাতে অনুষ্ঠানে আগত অনেক অতিথিরা মিশ্র প্রতিক্ষিয়া ব্যক্ত করেছে৷
পার্বত্য অঞ্চলের উন্নয়ন বোর্ডের চার দশক পুর্তি উদযাপন উপলক্ষে আমন্ত্রিত অতিথিদের এত নিন্মমানের খাওয়ার আশা করা যায় না৷ নিন্মমানের খাওয়ার সরবারাহ করে কতিপয় ব্যক্তিবর্গ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সুনাম নষ্ট করার একটি অপচেষ্টা করেছেন বলে অভিজ্ঞ মহলের ধরনা৷