বুধবার ● ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ এর সাথে রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ এর সাথে রাঙামাটি জেলা পরিষদ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
প্রেস বিজ্ঞপ্তি :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ মিঃ তোমু হুজুমি (Tomoo Hozumi) আজ বুধবার ২৮ আগস্ট সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য রেমলিয়ানা পাংখোয়ার সাথে পরিষদ অফিসে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে মিঃ তোমু হুজুমি বলেন, পার্বত্যঞ্চলে জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের মাধ্যমে এখানকার দুর্গম এলাকার শিশুরা উপানুষ্ঠানিক শিক্ষা এবং মা ও কিশোরীরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। এ কার্যক্রমগুলোকে আরো এগিয়ে নিতে ইউনিসেফের পাশাপাশি পরিষদ ও হস্তান্তরিত বিভাগের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, পরিষদের হস্তান্তরিত বিভাগের কিছু কিছু কার্যক্রম এই পাড়াকেন্দ্রে সাথে সমন্বয় করে করা গেলে প্রত্যন্ত এলাকার মানুষ আরো বেশি উপকৃত হবে।
জেলা পরিষদের প্রতিনিধি এবং পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, জিওবি-ইউনিসেফ কর্তৃক পরিচালিত পাড়াকেন্দ্রের কার্যক্রমগুলো অবশ্যই প্রশংসনীয়। এখানে শিশুরা পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডও সম্পাদন করে থাকে। তিনি বলেন, পার্বত্য চুক্তির আলোকে জনপ্রতিনিধিত্বশীল পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য জেলা পরিষদ গুলির সৃষ্টি। এছাড়া জেলা পর্যায়ের বেশির ভাগ সরকারি সংস্থা জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছে। জিওবি-ইউনিসেফ পরিচালিত পাড়াকেন্দ্রের সাথে এসব সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলির সম্পৃক্ততা থাকায় এসব পাড়াকেন্দ্র পরিচালনায় প্রশাসনিকভাবে পরিষদের আরও অধিকতর অংশগ্রহণ প্রয়োজন। তিনি এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ইউনিসেফ কান্ট্রি রিপ্রিজেন্টিটিভ মিঃ তোমু হুজুমির প্রতি অনুরোধ জানান।
এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামগ্রিক কর্মকান্ডের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
সাক্ষাৎকালে ইউনিসেফের চিফ অব ফিল্ড অফিস চট্টগ্রাম মিজ মাধুরী ব্যানার্জি, প্রোগ্রাম অফিসার মং ইয়াং, নিউট্রিশন অফিসার উবাসুই চৌধুরী, প্লানিং এন্ড মনিটরিং অফিসার গাজিউল হাসান এবং ইউনিসেফ রাঙামাটি অফিস এর ইলা চৌধুরী উপস্থিত ছিলেন।