শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » খেলা » জাতীয় রোল বল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু
জাতীয় রোল বল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প শুরু
ক্রীড়া প্রতিবেদক :: আগামী ১২-১৯ নভেম্বর ভারতের দিল্লীতে বসছে রোল বল ওয়ার্ল্ডকাপের ৫ম আসর। এই আসরে বাংলাদেশ পুরুষ ও মহিলা রোল বল দল অংশ নিবে। প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ জাতীয় রোল বল দলের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার ২৯ আগস্ট শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের উদ্ধোধন ঘোষনা করেন মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক (এস.ডি.জি) মোঃ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।
গত ২৩ আগস্ট ৮০ জন খেলোয়াড় (পুরুষ ও মহিলা) নিয়ে বাংলাদেশ জাতীয় রোল বল দলের প্রাথমিক ক্যাম্প শুরু হয়। সেখান থেকে বাছাইয়ের মাধ্যমে ৬০ জনকে নিয়ে বৃহস্পতিবার আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের কার্যক্রম শুরু হলো। আগামী ৭ সেপ্টেম্বর দ্বিতীয় পর্যায়ের বাছাই শেষে ৪০ জনকে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণের জন্য রাখা হবে। ৫ম রোল বল ওয়ার্ল্ডকাপ শুরু হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্প চলবে।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালমান এফ রহমান বলেন আবাহনী লিমিটেডের মাঠে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স তৈরী করা হবে। সেখানে বড় না হলেও ছোট আকারে ব্যান্ড স্কেপিংয়ের জন্য একজন জায়গা দেয়ার চেষ্টা করবো। পঞ্চম রোলবল বিশ্বকাপের আবাসিক ক্যাম্পের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি। তিনি যোগ করেন, ‘রোলার স্কেটিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশে আয়োজিত হয়েছে। এককভাবে এতবড় আয়োজন এর আগে কেউ করেনি। যদিও ক্রিকেটে একবার বিশ্বকাপ হয়েছে। সেটাও ভারতের সঙ্গে যৌথভাবে। নির্ভরতা ছিল বলেই আন্তর্জাতিক রোলার স্কেটিং ফেডারেশন বাংলাদেশকে বিশ্বকাপ আয়োজনের জন্য নির্বাচিত করেছে। আমরা সাফল্যভাবে আয়োজন করেছি। ৬৮ দেশ থেকে প্লেয়ার এসেছিলেন। তাতেই প্রমান হয় কতদূর এগিয়েছে দেশের রোলার স্কেটিং। ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্য সমন্বয় (এসডিজি) আবুল কালাম আজাদ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদ দেশের সবগুলো খেলাকে বিকশিত করার জন্য ব্যবস্থা নিচ্ছে। উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম তৈরী করা হয়েছে। যাতে দেশের সব ছেলে মেয়েরা খেলতে পারে। সব খেলাকে সমান গুরুত্ব দিচ্ছে সরকার। তারই একটি অংশ রোলার স্কেটিং। আশাকরি সামনের দিনগুলোতে আরও এগিয়ে যাবে রোলার স্কেটিং।