শুক্রবার ● ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » অনুমতি না নিয়ে বান্দরবান প্রবেশের অভিযোগে নেপালের নাগরিক আটক
অনুমতি না নিয়ে বান্দরবান প্রবেশের অভিযোগে নেপালের নাগরিক আটক
বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানে অনুমতি না নিয়ে বেড়াতে এসে এক বিদেশি নাগরিক আটক হয়েছেন। আটককৃত বিদেশি নাগরিক হলেন মনিকা জিরেল (২৫)। সে নেপালের নাগরিক ও চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটির দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
আজ শুক্রবার ৩০ আগস্ট দুপুরে বান্দরবান রোয়াংছড়ি থেকে তাকে আটক করে বান্দরবান সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্র জানান, বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ওয়াগ্যাই পাড়ার বাসিন্দা পিংকি তঞ্চঙ্গ্যা চীনে মনিকা জিরেলের বড় বোনের সঙ্গে চাকরি করার সুবাদে চীন থেকে পিংকি তার বান্ধবীর ছোট বোন মনিকা জিরেলকে রোয়াংছড়ি উপজেলার ওয়াগ্যাই পাড়ার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তারা রোয়াংছড়ি এলাকায় ঘুরাঘুরি করার সময় গোয়েন্দা পুলিশের নজরে আসলে। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মনিকা জিরেল নেপালিয়ান নাগরিক পরিচয় দেন। অনুমতি ছাড়া বান্দরবানে প্রবেশ করার কারণে তাকে আটক করা হয়।
বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বিদেশি নাগরিকদের বান্দরবনে আসতে হলে জেলা প্রশাসনের অনুমতি লাগে। আটক নেপালি ছাত্রী মনিকা জিরেল বর্তমানে থানা হেফাজতে আছেন। আর জেলা প্রশাসনের অনুমতির জন্য প্রসেসিং চলছে। ওসি আরো বলেন, তিনি যদি জেলা প্রশাসনের অনুমতি পান তাহলে রোয়াংছড়ি বেড়াতে পারবেন। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাকে চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি তে ফেরত পাঠানো হবে।